হাওড়া স্টেশনে এক পরিযায়ী শ্রমিকের অন্তর্বাসে হাত ঢুকিয়ে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। শনিবার প্রায় রাত সাড়ে ১২টা নাগাদ নিউ কমপ্লেক্সে এই ঘটনা কে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হাওড়া স্টেশন।
নির্যাতিত হওয়া শ্রমিকের নাম খোস মহম্মদ। খোস মহম্মদ জানিয়েছেন, গত জুলাই মাসে তিনি তার নাবালক ভাই নুরমহম্মদ কে সাথে করে নিয়ে কাজের জন্য তিরুচুরাপল্লি যাচ্ছিলেন। ২৮ জুলাই তিরুচুরাপল্লি রেল স্টেশনে আরপিএফ তাঁদের আটক করে। নাবালক ভাই শিশুশ্রমিক বলে তিরুচুরাপল্লির আদালতের নির্দেশে তাঁর ভাইকে হোমে পাঠানো হয়। পরে মুর্শিদাবাদ চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগ নিলে খোস মহম্মদের ভাইকে ১৭ অগাস্ট হোম থেকে ছেড়ে দেওয়া হয়। এরপরই নাবালক ভাইকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু শনিবার রাতে হাওড়া পৌঁছনোর পর স্টেশন থেকে বের হওয়ার সময় নিউ কমপ্লেক্সে ২ নম্বর গেটে উপস্থিত তিন টিকিট পরীক্ষক তাদের টিকিট দেখতে চান। টিকিট দেখানো হলেও তারা তাঁকে আটকে পরিচয়পত্র দেখাতে বলেন। আধার কার্ড দেখেও সন্তুষ্ট না ওই টিকিট পরীক্ষকেরা। এরপর তাঁরা জরিমানাও করেন ৪২০০ টাকা। প্রতিবাদ করতে গেলে জোটে মারধর বলে অভিযোগ। জরিমানা করে তাদের মোবাইল-মানিব্যাগ কেড়ে নিয়ে খুঁজে দেখেন। মানিব্যাগে টাকা না পেয়ে, খোসমহম্মদের অন্তর্বাসে জোর করে হাত ঢুকিয়ে বের করে নেওয়া হয় সাড়ে তিন হাজার টাকা।
এমন ঘটনা ঘটার পর খোসমহম্মদ সাহায্য চায় সেই মুর্শিদাবাদের চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারের কাছে। তাদের তরফেই হাওড়ার এডিআরএমকে বিষয়টি জানানো হয়। তাঁর নির্দেশেই ঘটনার বিষয়ে তৎপর হয় হাওড়া নিউ কমপ্লেক্সের আরপিএফ পোস্ট।
সারা রাত অভিযোগকারী খোস মহম্মদকে নিয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) নানা বিভাগে নিয়ে ঘুরিয়ে শেষ পর্যন্ত সিসিটিভি দেখে শনাক্ত করা হয় অভিযুক্ত টিসিকে। এরপর অভিযুক্তকে তখন না পাওয়া গেলে টিকিট পরীক্ষকদের দপ্তরের উদ্যোগেই খোস মহম্মদেকে তার সাড়ে তিন হাজার টাকা ফেরত দেওয়া হয়। সাগরদিঘি যাওয়ার জন্য তাদের ভোরের গণদেবতা এক্সপ্রেসে তুলে দিয়েছে আরপিএফ।
এই বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নীরজ কুমার জানিয়েছেন, খড়গপুর ডিভিশনে এমন একটা অভিযোগ এসেছে সত্যিই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। খড়্গপুরের সিনিয়র ডিসিএম গরজ সিং চরণ জানান, ‘অভিযোগকারী ব্যাক্তিকে তাঁর টাকা ফেরত দেওয়া হয়েছে। অভিযুক্ত টিসির বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ কঠোর ব্যাবস্থা নেবে।’