Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

হঠাৎই পড়েছে টাকার প্রয়োজন? জানেন এমন ৩টি লোন যা আপনি পেতে পারেন খুব অল্প সময়ে?

সাধারণ মধ্যবিত্তের জীবনে হঠাৎ করেই টাকার প্রয়োজন পড়ে না এমনটা বোধহয় হয়ই না। কিন্তু এমন অবস্থায় টাকা যোগাড় হবে কোত্থেকে হবে তা ঘিরে দুশ্চিন্তায় থাকেন পড়েন বহু মানুষ। টাকা যোগাড় করতে মহাজনের দ্বারস্থ হয় অনেকে। চড়া সুদে কোনো সুরক্ষা ছাড়াই টাকা ধার নেন। এমন ঘটনা ঘটেই থাকে আকছার। কিন্তু সঠিক ঋণ পদ্ধতি কি হওয়ার উচিৎ তা বাছাই করার বিষয়ে পরিষ্কার ধারণার অভাবেই অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। কিন্তু আপনি কি জানেন যে ভীষণ কম সময়ে আপনি বেশ কয়েকটি ঋণ (Loan) পেতে পারেন? হঠাৎ প্রয়োজনে কাজে আসে সিকিউরিটি লোন (Security Loan)। কেনোনা সিকিউরিটি লোনর ক্ষেত্রে ঝুঁকি অনেক কম। সব থেকে বড় বিষয় হল, সুদের হারও অনেকটা কম হয়। কাজেই সাধারণ গ্রাহকের স্বার্থেই কথা মাথায় রেখে এমন ৩টি সিকিউরিটি লোনের ব্যাপারে জানানো হল। জেনে নিন বর্তমান সময়ে বাজারে ঠিক কী কী সিকিউরিটি লোন পাওয়া যাচ্ছে এবং তার শর্তগুলিও ঠিক কী কী। আরও জানতে পড়তে থাকুন।

গোল্ড লোন:

আপনি কি জানেন যে একদিনের থেকেও কম সময়ে আপনি নিজের সোনা ব্যবহার করে একটি ঋণ পেতে পারেন। এই লোন হল গোল্ড লোন। গোল্ড লোন বা স্বর্ণ জমা রেখে ঋণের ক্ষেত্রে টাকা পরিশোধ করতে সময় মেলে ৪ থেকে ৫ বছর। ১৮ ক্যারেট সোনা হলেই গোল্ড লোন পাওয়া যায় । মোট সোনার অর্থ মূল্যের প্রায় ৭৫% পরিমাণ টাকা লোন হিসেবে পাওয়া যেতে পারে।

সিকিওরিটি জমা রেখে প্রাপ্ত ঋণ:

আমরা সকলেই কিছু না কিছু সিকিউরিটি খাতে টাকা জমিয়ে থাকি, যেমন মানি বন্ড, লাইফ ইন্সুরেন্স পলিসি, ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ড ইত্যাদি বিনিয়োগ। এই সমস্ত বিনিয়োগ কে সিকিউরিটি রূপে গচ্ছিত রেখে তার থেকে পাওয়া যেতে পারে ঋণ। এই ধরনের সিকিউরিটির পরিবর্তে ঋণের ক্ষেত্রে সবথেকে ভালো দিক হচ্ছে, ঋণ শোধ করার সঙ্গে সঙ্গে ওই বিনিয়োগের থেকে প্রাপ্ত বোনাস বা সুদ পুরোটাই অপরিবর্তিত হারে পাওয়া যায়। আপনি কি ধরণের বিনিয়োগ আর কত টাকার বিনিয়োগ করেছেন তার উপর নির্ভর করবে আপনি কত টাকা লোন হিসেবে পেতে পারেন।

সম্পত্তি জমা রেখে প্রাপ্ত ঋণ:

সম্পত্তি জমা রেখে প্রাপ্ত ঋণ কে প্রপার্টি লোন বলা হয়। যদি দীর্ঘসময়ের জন্য প্রয়োজন পড়ে কোন ঋণের সেক্ষেত্রে উক্ত ব্যাক্তি সম্পত্তি জমা রেখে লোন নিতে পারেন। সম্পত্তি জায়গা, জমি, ব্যাবসায়িক প্রতিষ্ঠান যা হোক হতে পারে। LP বা লোন এগেইনস্ট প্রপার্টির (LOAN AGAINST PROPERTY) এর ক্ষেত্রে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত মেলে ঋণ শোধের মেয়াদ। ঋণের ক্ষেত্রে মোট সম্পত্তির অর্থ মূল্যের ৫০ থেকে ৭০ শতাংশ টাকা ঋণ হিসেবে পাওয়া যেতে পারে। তবে এই লোন পেতে তিন সপ্তাহ থেকে একমাস সময় লাগতে পারে।

Related posts

সঙ্গমের উপভোগ দীর্ঘস্থয়ী করতে চান? সঙ্গম চলাকালীন এই কথাগুলি ভুলেও বলবেন না

News Desk

জগদ্ধাত্রীর বাহন সিংহ, কিন্তু তার নীচে হাতির মৃত শরীর বা হস্তিমুন্ড থাকে কেন?

News Desk

নতুন প্রজাতি ঘিরে আশঙ্কার মধ্যেই কমলো দেশের দৈনিক সংক্রমন, উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যায়

News Desk