Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিয়ের পরেও আপত্তি নেই স্বামীর অন্য মহিলাদের সঙ্গে রোম্যান্সে! কেন? ফাঁস করলেন স্ত্রী

একটি সংসারের সবে থেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল স্ত্রী। বলা হয় ভাগ্যবানরা ভালো স্ত্রী পান। তাই বলে এমন স্ত্রী সত্যিই ভাগ্যবানরাই পেয়ে থাকেন যেখানে তার স্বামীর অন্য মহিলার সাথে সম্পর্কে থাকলে তার কোনও আপত্তি থাকবে না। তপ্রায় পৃথিবীতে মানব জাতির শুরু থেকেই স্বামীকে কোনও ভাবেই কারও সাথে ভাগ করে নিতে চান না স্ত্রী। স্বামী বা স্ত্রী যেই হোক না কেন একে অপরকে অন্য কারও সাথে সম্পর্কে থাকতে দেখলে সহ্য করতে পারে না। এটাই বাস্তব সত্যি। সম্প্রতি এক রমণী এই সত্যকে কিছুটা হলেও পাল্টে দিয়েছেন। নিজের স্বামীকে অন্য মহিলার হাতে সমর্পণ করতে একেবারে সিদ্ধহস্ত তিনি নিজেদের বিবাহিত জীবনের একযুগ পার করেও। এ ঘটনা উন্নত দেশ আমেরিকার।

জানা গিয়েছে, সম্প্রতি আমেরিকার এক মহিলা অন্য মহিলার হাতে তুলে দিয়েছেন নির্দ্বিধায় তাঁর স্বামীকে। স্ত্রীর শুধুমাত্র অন্য মহিলার সঙ্গে তাঁর স্বামীর ঘনিষ্ঠ বন্ধুত্বই নয়, তাঁদের সঙ্গে নিবিড় প্রেমের সম্পর্ক কিংবা অন্তরঙ্গতা বাড়াতেও আপত্তি নেই। এমনকী, ওই মহিলা অন্য মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করতে নিজের স্বামীকে উদ্বুদ্ধ করেন।

নিজের স্বামীর প্রতি ইতিমধ্যেই স্ত্রীয়ের এই নতুন দৃষ্টিভঙ্গির ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে হু-হু করে। পাশাপাশি ইতিমধ্যেই ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হয়েছেন ওই ঘটনার জন্য। এমনকী ওই মহিলা একাধিক বার পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় অন্য মহিলার সঙ্গে নিজের স্বামীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ফ্যান ক্লাবও তৈরি করেছেন তাঁর নিজস্ব পেজ-এ ওই মহিলা।

ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর স্বামীর সঙ্গে তিনি খোলামেলা থাকতে পছন্দ করেন। এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার জন্যই। তিনি আরও জানিয়েছেন, তাঁদের দাম্পত্য জীবনে কখনও কোনও অশান্তি হয়নি এর জন্য। ওই মহিলা তার কারণ হিসাবে জানিয়েছেন, তাঁদের বিবাহিত জীবনের ১২ বছর চলছে বর্তমানে। তার স্বামী নিত্য নতুন বান্ধবী নিয়ে বাড়িতে আসেন প্রায়শই। এবং ওই মহিলা স্বামীর ওই বান্ধবীদের সাদরে গ্রহণ করেন। এমনকী ওই মহিলা তার স্বামীর বান্ধবীদের ভালো-মন্দ রান্না করেও খাওয়ান। তাঁর এতে বেশ মজাই লাগে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি তোলপাড় হওয়া উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া আমেরিকান ওই মহিলার এই ঘটনা সামনে আসতেই। তবে এই ঘটনা প্রথম বার নয়, গোটা বিশ্ববাসীর চোখে পশ্চিমি দুনিয়ার বহু দেশে বার বার সামনে এসেছে। এখনও পর্যন্ত ওপেন সেক্স’ তৃতীয় বিশ্ব বিশেষ করে ভারতের মতো দেশে আইন সম্মত না হলেও পাশ্চাত্যে আইন সম্মত। সম্প্রতি আমেরিকান ওই মহিলার ঘটনা কি গোটা বিশ্বের দম্পতিদের নতুন পথ দেখাবে? সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সামনে আসার পর থেকে সেই ভাবনায় তোলপাড় গোটা বিশ্ব।

Related posts

তাজমহলের প্রতিরূপ! স্ত্রীর জন্য ভালোবাসা প্রকাশ করতে অসম্ভবকে সম্ভব করলেন এই ব্যাক্তি

News Desk

গুগল ম্যাপে কেরল উপকূলে দেখা মিলল রহস্যময় দ্বীপের? জলের তলায় নাকি মরীচিকা?

News Desk

বাড়িতে বাড়িতে রহস্যজনক চকখড়ির দাগ, ভয় পেয়ে ঘর ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে ইংল্যান্ডবাসী!

News Desk