Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

চারদিন নয় মহালয়ায় মাত্র একদিনের জন্যই দুর্গা পূজো হয় এই দামোদর তীরবর্তী গ্রামে

মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচালিত আছে। মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি। এই বিশেষ দিনই দেবীর দুর্গার চক্ষুদান হয়।

দেবীপক্ষের সূচনাতেই দুর্গাপুজো হয়ে গেল পশ্চিম বর্ধমানের বার্নপুরের ধেনুয়া গ্রামে। দামোদরের তীরে অবস্থিত এই গ্রামে‌ প্রতি বছরই দুর্গাপুজো হয় মহালয়ার দিনে। সমস্ত নিয়ম মেনে এক দিনেই শেষ হয় পুজো।

ধেনুয়া গ্রামের পাশেই দামোদরের তীরে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম। সেখানেই হয় এক দিনের দুর্গাপুজো। কথিত আছে, স্বপ্নাদেশ পেয়ে ১৯৭৮ সালে তেজানন্দ ব্রহ্মচারী এই পুজোর সূচনা করেছিলেন। তার পর থেকেই মহালয়ার দিন এই আশ্রমে পূজিতা হন দুর্গা।

তবে এই পুজোয় মা দুর্গার সঙ্গে থাকেন না গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী এবং অসুর। বদলে মায়ের দু’পাশে থাকেন দুই সখী— জয়া এবং বিজয়া। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুজো একসঙ্গেই করা হয় ধেনুয়ায়। বুধবারও তাই হয়েছে। এই ব্যতিক্রমী দুর্গাপুজো দেখতে আশপাশের এলাকা থেকে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালও বুধবার এসেছিলেন এই পুজো দেখতে।

Related posts

স্ত্রীর সঙ্গে ঝগড়া! ৩০ জন বন্ধুকে বউয়ের মোবাইল নম্বর বিলালেন স্বামী, তারপর যা ঘটল…

News Desk

ওজন বেশি! নতুন চাকরিতে যোগ দেওয়ার ২ ঘণ্টার মধ্যে কাজ হারালেন এই ব্যাক্তি

News Desk

দিল্লীর এই মেয়েই হয়ে উঠেছেন আমেরিকার অন্যতম জনপ্রিয় পর্নস্টার, জানেন!

News Desk