Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিশ্বব্যাপী শুধুমাত্র ৪৩ জনই শরীরেই আছে! জানেন কি বিশ্বের সবচেয়ে মূল্যবান রক্তের গ্রুপ কোনটি?

জানেন কি পৃথিবীর সব চেয়ে বিরলতম রক্তের গ্রুপ কোনটি? আমরা সকলেই কম বেশি A , B , O , AB ইত্যাদি রক্তের গ্রুপের সাথে পরিচিত। সমস্ত ধরনের রক্তের গ্রুপেই পজিটিভ এবং নেগেটিভ রক্তের গ্রুপ হয়।

বহু মানুষের শরীরে এমন গ্রুপের রক্ত রয়েছে যা খুব কম পাওয়া যায়। যেমন, ও নেগেটিভ (O-), এবি নেগেটিভ (AB-), বি নেগেটিভ (B-) ইত্যাদি , কোনো কারণে এদের রক্তের প্রয়োজন পড়লে তা খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় বাড়ির সদস্য বা বন্ধুবান্ধব দের সাধারণত প্রতি।

this rarest blood group found in only 43 people

তবে জানেন কি যে আরও একটি রক্তের গ্রুপ রয়েছে যা সারা বিশ্বের খুব কম লোকের শরীরেই পাওয়া যায়। আসলে আমরা যে ব্লাড গ্রুপের কথা বলছি তাকে বিশ্বের সবচেয়ে বিরল রক্তের গ্রুপ হিসাবে বিবেচনা করা হয়।
আমরা কথা বলছি ‘গোল্ডেন ব্লাড’ নামক একটি রক্তের গ্রুপের কথা। চিকিৎসা শাস্ত্রে এই গ্রুপটি ‘আরএইচ-নাল’ (Rh-Null) নামে পরিচিত।

সবচেয়ে বিরল হওয়ার কারণে, এবং যে কোনো ব্যাক্তিকে এই রক্ত দেওয়া যায় সেই কারণে এই মহামূল্যবান রক্তের নাম বিজ্ঞানীরা দিয়েছেন গোল্ডেন ব্লাড। প্রতি ৬০,০০,০০০ জনের মধ্যে ১ জনের শরীরে রয়েছে এই বিরলতম রক্তের গ্রুপ। সারা বিশ্বে এখনও পর্যন্ত মাত্র ৪৩ জনের শরীরে এই গ্রুপের রক্ত পাওয়া গেছে।

১৯৬১ সালে প্রথম এই গোল্ডেন ব্লাড গ্রুপের রক্তের সন্ধান পাওয়া যায়। সাধারণতঃ রক্তের কোষগুলোতে ৩৪২টি অ্যান্টিজেন থাকে। আর এই অ্যান্টিজেনগুলোর কম্বিনেশনই নির্ধারণ করে কোনো ব্যাক্তির রক্তের গ্রুপ কী হবে। কিন্তু এই গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। তাই এই রক্ত যে কাউকে দেওয়া যেতে পারে।

চিকিৎসকদের মতে, যাঁদের শরীরে ‘গোল্ডেন ব্লাড’ গ্রুপের রক্ত রয়েছে, তাঁদের খুব সাবধানে জীবনযাপন করা জরুরি। কেনোনা তাদের প্রয়োজনে রক্ত পাওয়া ভীষণ কঠিন।

Related posts

প্রথম স্ত্রী’র সঙ্গে স্বামীর কথোপকথন মেসেজ পড়ার শাস্তি! হাজতবাস দ্বিতীয় স্ত্রীর

News Desk

জীবন পুরো বদলে গেল, সন্তানের জন্ম দিয়ে জানালেন সোনম কাপুর! ছেলে হলো না মেয়ে?

News Desk

প্ল্যাটফর্মে একা দাড়িয়ে কেঁদেই যাচ্ছিল মেয়েটি! খোঁজ নিতেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

News Desk