Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভারতবর্ষের এই রেলস্টেশনের নেই কোনো নাম! এর পিছনের কাহিনী জানলে অবাক হবেন

সারা ভারতবর্ষে জুড়ে কাছেপিঠেই হোক বা দূরদুরান্তে যাতায়াতের সবথেকে বড় মাধ্যম হলো রেল। প্রতিদিন নানা উদ্দেশ্যে মানুষ এই পরিষেবাকে বেছে নেন। সারাদেশের নিরিখে দেখতে গেলে ভারতীয় রেলের প্রায় 8000 স্টেশন রয়েছে দেশজুড়ে। একটি স্টেশনকে অন্য একটি স্টেশন থেকে আলাদা করা হয় দুটি বিষয়ের মাধ্যমে, একটি হল তার নাম এবং অন্যটি হলো তার কোড নম্বর।

কিন্তু আপনি কি জানেন ভারতবর্ষে এমন একটি স্টেশন রয়েছে যার কোন নামই নেই। অন্য কোন রাজ্যে নয় এটি অবস্থিত এই পশ্চিমবঙ্গেই। এই রেলওয়ে স্টেশনটি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। বাঁকুড়া-মাসগ্রাম রেললাইনে অবস্থিত এই স্টেশনটি আগে রায়না গড় নামে পরিচিত ছিল। তখন বোর্ডে সেই নামই লেখা ছিল, শুধু তাই নয় টিকিট দেওয়ার ক্ষেত্রেও এই নামেই ব্যবহার করা হতো।

কিন্তু আসলে এই স্টেশনটি রায়না এবং রায়নগর দুটি গ্রামের মধ্যবর্তী অংশে অবস্থিত। আর সেই কারণেই রায়না গড় নাম হওয়ায় রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠেন রায়নার মানুষজন। দুই গ্রামের মধ্যে কার্যত ঝগড়া বেধে যায়, খবর পৌঁছায় রেল কর্তৃপক্ষের কাছেও। রায়নার মানুষদের দাবি ছিল, এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে রায়না গ্রামের জমিতে তাই তার নাম রায়না হওয়া উচিত।

শেষ পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিকদের কানে এই খবর পৌঁছানোর পর স্টেশনের নাম মুছে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল। এখন এই স্টেশনে গেলে কেবলমাত্র চোখে পড়বে ফাঁকা হলুদবোর্ড। যার জেরে দূর-দূরান্তের যাত্রীদের স্বাভাবিকভাবে কিছুটা অসুবিধার মুখেও পড়তে হয়। এক্ষেত্রে জানিয়ে রাখি এখনও টিকিটে স্টেশনের নাম রায়না গড়ই রয়েছে।

Related posts

ভক্তদের রোগ সারাতে খাওয়াতেন নিজের মল মূত্র, এমনকি না জানিয়েও! ভন্ড বাবার পর্দাফাঁস

News Desk

গর্ভপাত বিরোধী আন্দোলনকারী মহিলার বাড়ির কুলার থেকে উদ্ধার পাঁচটি ভ্রূণ! ঘটনায় চাঞ্চল্য

News Desk

সৎসঙ্গের নামে নোংরা কাজ করতেন ভন্ড বাবা, পুলিশের কাছে পৌঁছে বিস্ফোরক মহিলা

News Desk