Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রাস্তায় আই লাভ ইউ বলেছিল যুবক, রাগে মামলা করে দিলেন কিশোরী, যা শাস্তি হলো…

এক বছরের কারাদণ্ড দেওয়া হল এক বছর ৩০ এর ব্যক্তিকে, তাঁর অপরাধ তিনি এক বছর ১৩ এর মেয়ে কে আই লাভ ইউ বলেছে। আদালত তাঁকে সাজা দিয়েছে। আর এই কিশোরীর পরিবারের থেকে অভিযোগ পেয়ে ওই বছর ৩০শের ব্যক্তিকে প্রায় হাজার দশেক টাকা জরিমানাও করা হয়েছে।

২০১৫ সালে এই মামলা দায়ের হয়। সেই সময় ওই কিশোরী স্কুলে পড়তো অষ্টম শ্রেণীতে। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে তিনি ওই কিশোরীকে সেই সময় থেকেই প্রচন্ড উত্যক্ত করতেন। ১৫ সালের ১৭ই এপ্রিল ওই কিশোরী তাঁর মায়ের সাথে বাজারে এক দোকানে গিয়েছিলেন । সেখান থেকে ফিরে আসার সময় এক অচেনা ব্যক্তি তাদের পিছু নেন। ওই কিশোরী তাঁকে দেখেই তীব্র চিৎকার করতে শুরু করেন। ওই কিশোরীর এমন তীব্র চিৎকারে ওই ব্যক্তি সেই এলাকা থেকে পালিয়ে যান।

Up teacher arrested for smashing students face with cake

ওই ব্যক্তিকে ওই সময়ের মধ্যেই এক ঝলক দেখেন ওই কিশোরীর মা এবং চিনতেও পারেন। ওই ব্যক্তি তাদের এলাকারী বাসিন্দা। কিশোরীর পরিবার এর পরই পুলিশে অভিযোগ দায়ের করে। ওই ব্যক্তিকে সেই অভিযোগ পেয়েই গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত যদিও সেই সময় দাবি করেছিল, কিশোরীর বাবা মত্ত ছিলেন। এলাকায় ঝামেলা করতেন মদ খেয়ে। মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছে কিশোরীর পরিবার তিনি প্রতিবাদ করায়।

শুক্রবার মুম্বইয়ের আদালতে সেই মামলাটি ওঠে। তখন আদালত জানায়, অপরাধের প্রকৃতি দেখে এবং ওই ব্যক্তি যেহেতু স্বভাবত অপরাধী নন, তাই এক বছরের কারাদণ্ড দেওয়া হল।

Related posts

আবারও করোনা সংক্রমিত ২৫০০ পার! উদাসীনতাই কি ফের ঠেলে দিচ্ছে বড় বিপদের মুখে?

News Desk

শশুড়বাড়ির সামনেই নিজের পাঁচ বছরের সন্তান নিয়ে ধর্নায় গৃহবধূ! দাবী কি?

News Desk

আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে, কিন্তু দৈনিক মৃত্যুর গ্রাফ সেই ঊর্ধ্বমুখী

News Desk