Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রতিবার একই পদ্ধতি অনুসরণ করলেই বিষমকামী মহিলাদের উত্তেজিত করা যাবে এমনটা নয় , ভিন্ন ভিন্ন পদ্ধতিতে যৌন উত্তেজনা জাগে

ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে বিষমকামী মহিলাদের যৌন উত্তেজনায় জাগাতে। বেশ কিছুদিন আগে একটি গবেষণা থেকে এই সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে যেমন মেয়েদের মধ্যে একইরকমের পদ্ধতি অবলম্বন করলে চলবেনা যৌনটায় উত্তেজিত করতে। অনেক রকমের পদ্ধতির কথা চিন্তা করতে হবে।

বিষমকামী মহিলারা কম দৈর্ঘ্যের পর্ণ ভিডিও দেখতে বেশি পছন্দ করেন যা প্রথম পরীক্ষাতে দেখতে পাওয়া গেছে। দ্বিতীয় পরীক্ষায়, তারা ছেলে-মেয়েদের যৌন কথোপকথন শুনতে খুবই ভালোবাসে বলে দেখা গেছে। বিষমকামী মহিলারা এই দুই পদ্ধিতেই যৌনতার প্রতি খুব তাড়াতাড়ি সাড়া দিতে পারেন যা এই দুই পরীক্ষার মাধ্যমে দেখতে পাওয়া গেছে। কেউ সাড়া দিচ্ছে কি না দিচ্ছে যৌন ইচ্ছার প্রতি তা, ‘ভ্যাজাইনাল ফটোপ্লেথিসমোগ্রাফ’ নামক একটি মেশিনের মাধ্যমে জানতে পারা যায়।

কুইন’স বিশ্ববিদ্যালয়ের সেক্সচুয়ালিটি এন্ড জেন্ডার ল্যাবরেটরি ডিপার্টমেন্টের গবেষক মেরেডিথ চিভারস এই দুই গবেষণার মাধ্যমে একটি নতুন তথ্যের কথা জানতে পেরেছেন। যা হলো নিজেদের ‘স্ট্রেট’ বলে দাবি করেন এই সমস্ত মহিলারা। এছাড়া যাঁদের ছেলেদের প্রতি বেশি আকর্ষণ অনুভব হয়, মেয়েদের প্রতিও ওই একই ধরনের আকর্ষণ অনুভব করেন তারাই।

প্রথম গবেষণা থেকে বিষমকামী মহিলাদেরও উভকামী এবং সমকামী মহিলাদের মত একই পদ্ধতিতে যৌন ইচ্ছা জাগে তা জানতে পারা গিয়েছিল। কিন্তু বিষমকামী মহিলাদের যৌন ইচ্ছা জাগার পদ্ধতি অন্য রকম হয় এই পরীক্ষা থেকে জানতে পারা গেছে। তারপর এক একজন মহিলার ইচ্ছা আবার এক এক ধরনের পদ্ধতির ওপর নির্ভর করে থাকে।

Related posts

বাড়ির কাজের লোকের জন্য ১২টি নিয়ম বানালেন মহিলা! শুনে সবাই বললো পাগল নাকি?

News Desk

চিপসের প্যাকেট থেকে মেলা জিনিস রাতারাতি ১৫ লক্ষ টাকার মালিক বানালো কিশোরী কে

News Desk

খরিদ্দারের কাছে ধারের টাকা চেয়েছিল দোকানদার! তার ফল যে এমন হবে স্বপ্নেও ভাবেননি!

News Desk