Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

ছোটবেলার প্রেম থেকেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের এই তারকারা! জানেন এমন

কথায় আছে প্রথম প্রেমকে কেউ নাকি ভুলতে পারে না। কিন্তু প্রথম প্রেম পরিণতি পায় এমনটা খুব কম দেখা যায়। কিন্তু এই প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছেন এই কয়েকজন বলিউড তারকা। ছোটবেলার প্রেম টেকে না এই ধারণাকে একেবারেই ভুল প্রমাণ করেছেন। তারা তাদের প্রথম প্রেমকেই পরিণতি দিয়েছে। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। কারো কারো পরে বিচ্ছেদ হলেও তাদের প্রেমকাহিনী বেশ চর্চিত। জেনে নিন এমন পাঁচ জন বলিউড কাপলের বিষয়ে…

১) বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে তাঁর স্ত্রী গৌরীর প্রেম কাহিনী কোনো সিনেমার থেকে কম নয়। শাহরুখ খানের বয়স তখন ১৮, আর গৌরীর সবে ১৪। গৌরীকে একটি ছেলের সঙ্গে একটি ক্লাবে নাচতে দেখেন শাহরুখ। ভাল লেগে যায় প্রথম দেখাতেই। আস্তে আস্তে দুজনের মধ্যে তৈরী হয় প্রেমের সম্পর্ক। হিন্দু ব্রাহ্মণ পরিবারের গৌড়ী আর মুসলিম শাহরুখের বিয়ে করাটা এত সহজ ছিলনা। প্রচুর বন্ধ বিপত্তি পেরিয়ে তারা তাদের প্রেমকে পরিণতি দিয়েছিল। বিয়ের সময় শাহরুখ যথেষ্ট স্ট্রাগল করেছেন। কিন্তু আজ শাহরুখ বড় স্টার আর শাহরুখ, গৌরীর জুটি আজও সমান জনপ্রিয়।

২) স্ত্রী মালাইকা পারেখের সঙ্গে ছোটবেলা থেকেই প্রেম ছিল জায়েদের। তারা দুজনে মিলে তাদের স্কুলের প্রেমকে ২০০৫ সালে পরিণতি দেন। বিয়ে করেন।

৩) অভিনেতা ইমরান খান ও তাঁর ছোটবেলার বান্ধবী আর প্রথম প্রেম অবন্তিকাকে বিয়ে করেছিলেন ২০১১ সালে। তাদের প্রেম বি টাউনে বেশ চর্চিত ছিল। যদিও ২০১৯ সালে ২ জনে দাম্পত্যের বন্ধন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

৪) বলিউডে পা রাখার অনেক আগে থেকেই হৃত্বিক রোশনের প্রেম চলছিল সুজান খানের সঙ্গে। বলিউডে বাবা রাকেশ রোশনের পরিচালনায় কাহো না পায়ার হ্যয় এর মাধ্যমে ২০০০ সালে পা রাখেন হৃত্বিক। মিশন কাশ্মীর বেরোনোর পরেই দীর্ঘদিনের প্রেমিকা সুজানকে বিয়ে করেছিলেন হৃত্বিক। যদিও ২০১৩ সালে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই দুজন। প্রেম-বিয়ে মিলিয়ে প্রায় ১৪ বছরের উপরে সম্পর্ক ছিল হৃত্বিক ও সুজানের৷

৫) ফরদীন খান প্রবীণ অভিনেতা ফিরোজ খানের ছেলে। ফারদিন দীর্ঘদিন ধরেই বলিউডের অনেক ছবিতে কাজ করেছেন। তার ছোটবেলার বান্ধবী মুমতাজের মেয়ে নাতাশা মাধবানীকে লন্ডন থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ফ্লাইটে প্রপোজ করেছিলেন ফারদিন। দুজনে ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Related posts

জিওফোন নেক্সটের থেকে অনেক কম দামে স্মার্টফোন এনে চমক Samsung এর! জেনে নিন ফিচারস

News Desk

প্রয়াত ভারতের কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং , জেনে নিন তার জীবনের কিছু না জানা কথা

News Desk

চাকরি হয়নি! এই ব্যবসা করে উপার্জন করুন প্রচুর টাকা, সুনিশ্চিত করুন নিজের ভবিষ্যৎ

News Desk