Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১ বছর কোনো যৌন সংসর্গে নেই, তাও প্রেগন্যান্ট! পরে প্রকাশিত হল আসল তথ্য

এক বছরের বেশি সময় ধরে হয়নি কোনও যৌনতা। তার পরেই গর্ভবতী হয়ে গেলেন যুবতী। সম্প্রতি এমনই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। দ্য সান ইউকে’ -এর এক প্রতিবেদনে এটি প্রকাশিত করা হয়েছে। ব্রিটেনের বাসিন্দা ওই যুবতীর নাম সামান্থা গিবসন।

সামান্থা সম্প্রতি টিকটক ভিডিওতে জানান, বেশ কয়েকদিন ধরে পেট ব্যাথায় ভুগছিলেন তিনি। সেই সঙ্গে মাথা ব্যাথাও হচ্ছিল তাঁর। তারপরেই তিনি চিকিৎসকের কাছে যান। সেখানে গিয়ে চিকিৎসক বেশ কয়েকটি টেস্ট করান তাঁর। কিন্তু টেস্টের রিপোর্ট হাতে পেয়েই মাথায় হাত পড়ে সামান্থার। টেস্টের রিপোর্টে বলা হয়, সামান্থা গর্ভবতী। কিন্তু ভিডিওতে সামান্থা দাবি করেন প্রায় ১ বছরের বেশি সময় ধরে তিনি কোনও যৌন সম্পর্কেই যাননি। নিজের টিকটক ভিডিওতে হতাশার কথা জানিয়েছেন সামান্থা। যদিও পরে আরেকটি ভিডিও আপলোড করেন তিনি।

সেই ভিডিও সামান্থা জানান, সম্ভবত এটা চিকিৎসকের ভুল হয়ে থাকতে পারে। কিংবা অন্যের রিপোর্ট তাঁকে দেওয়া হয়ে থাকতে পারে। যদিও পরে সেই চিকিৎসকের কাছে ফের যান সামান্থা। সেখানে পুরো বিষয়টি খুলে বলেন তিনি। সব শুনে চিকিৎসক ফের কিছু টেস্ট করিয়েছেন তাঁকে। তবে সেই টেস্টের রিপোর্ট এখনও পাননি বলে জানিয়েছেন সামান্থা।

Related posts

নাইট ক্লাবে নাচের কাজ পাইয়ে দেওয়ার কথা দিয়ে ঘরে আটকে তরুণীকে দু’‌মাস ধর্ষণ, ধৃত যুবক

News Desk

কে মেটাবে বিদ্যুতের বিল! ঝামেলা অশান্তির বাবা ছেলের! কিন্তু ঘটে যাবে এমন কিছু কেউ ভাবেনি

News Desk

নববিবাহিত স্ত্রীকে নগদ ১.৮ লাখ টাকায় বিক্রী করে দিল স্বামী! পুলিশ তদন্তে নেমে করল পর্দা ফাঁস

News Desk