Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিলকুল মানুষের ভঙ্গিমায় জামাকাপড় কাচছে এক শিম্পাঞ্জি, ভাইরাল হল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় কত ধরণেই না মজার মজার ভিডিও ভাইরাল হয়। যা দেখে কখনও অবাক হন, আবার কখনো ভীষণ মজা পান নেটপাড়ার বাসিন্দারা। সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে রীতিমত তাজ্জব সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে পুরোপুরি মানুষের কাপড় কাচার মতনই একই ভঙ্গিমায় জামাকাপড় কাচছে এক শিম্পাঞ্জি। শিম্পাঞ্জির এই দারুন মজার ভিডিও ভাইরাল হতেই তা চাঞ্চল্য ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় ৩০ সেকেন্ড সময়ের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে সামনে আসতেই ৩ হাজারেরও বেশি লাইক পড়েছে। টুইটারে হয়েছে অসংখ্য রিটুইট। নেটিজেনরা এই সুন্দর এবং মজার শিম্পাঞ্জির ভিডিওটি উপভোগ করেছেন। অনেকেই ভিডিওটির তলায় করেছেন নানা মজার কমেন্ট।

এই শিম্পাঞ্জিকে রীতিমতো মানুষের মতো জামাকাপড় কাচতে দেখা গেলো এক জঙ্গলের মধ্যের জলাশয়ের পাশে, এই ভিডিওটি মাত্র ৩০সেকেন্ডের কিন্তু এক শিম্পাঞ্জি এভাবে কাপড় কাচছে ভিডিওতে তাই ঘিরে আলোচনা নেট নাগরিকদের মধ্যে। শুধু আছড়ে কাপড় জলে ধুচ্ছে তাই নয়। নোংরা কাপড়গুলিতে সাবান দিয়ে কাচতে একদম ভোলেনি সেই শিম্পাঞ্জিটা। ভাল করে সাবান দিয়ে রগড়ে কাপড় কেচে নিচ্ছে সে। নেটিজেনরা শিম্পাঞ্জির এই কীর্তি দেখে অবাক হয়ে গেছেন এই ভিডিও ভাইরাল হতেই। দেখে নিন মজার ভিডিওটা।

মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করা হয় শিম্পাঞ্জিকেই। তাঁরা সুপরিচিত মানুষের আচরণ অনুকরণ করার জন্যও। একইরকম ঘটনায়, একটি ৩০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় দুই বছর আগে সেখানে একটি বাঁদর একটি পাত্রে কিছু কাপড় কাচার জন্য ডুবিয়ে রেখেছিল দেখা গিয়েছিল। মজার সেই ভিডিও ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা শেয়ার করেছিলেন। শিম্পাঞ্জির কাপড় কাচার মজার ভিডিও আপনিও দেখুন। আর আপনার কেমন লাগল এই ভিডিও তা জানাতে ভুলবেন না!

Related posts

দীপাবলির আসার আগে ঘরবাড়ী পরিষ্কার করার রীতি প্রচলিত ? জেনে নিন এর সুফল

News Desk

কাশ্মীরের মুসলমানদের দাবি নিয়ে কথা বলা আমাদের কর্তব্য, ঘোষণা তালিবানদের! সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন ভারত

News Desk

থাইল্যান্ডে ৪ কোটির লটারি জিতলেন বৌদ্ধ সন্ন্যাসী, তারপর যা করলেন আপনি বিশ্বাস করবেন না

News Desk