আবার নতুন করে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট । অনেক বিশেষজ্ঞ এমনও বলেছিলেন বা ধারণা তৈরী করেছিলেন যে ওমিক্রনের পরবর্তীতে যে সমস্ত রূপ আসবে তা ততটা ভয়ঙ্কর হবে না। বিশেষ করে ডেল্টা যেমন মানুষকে বিপদে ফেলে দিয়েছিলো বা ডেলটার মতো ভয়ানক কিছু আর হবে না। কিন্তু সেই ধারণা শেষ হতে চলেছে। কারণ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ওমিক্রনের এই নতুন রূপ BA.2।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর প্রতিনিধিরা কিছু দিন আগে জানিয়েছিলেন, ওমিক্রনকে হাল্কাভাবে নেওয়া উচিত নয়। কারণ, এটির ভবিষ্যৎ কী এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। শুধু তাই নয়, ওমিক্রন সম্পর্কে এমনও কেউ কেউ বলেছিলেন, এটি বিবতর্নের পথে একটি ভ্রান্তি। করোনার বিবর্তন হচ্ছিল যে নিয়মে, সেই হিসাবে যতটা ভয়ঙ্কর হওয়ার কথা ছিল ওমিক্রনের, এই রূপটি ততটাও ভয়াবহ হয়নি। কারণ এটি গলায় সংক্রমণ ঘটাচ্ছিল ফুসফুসের বদলে। তাই এর প্রভাব শরীরে বেশি মাত্রায় পড়েনি।
এর পাশাপাশি এটাও জানান WHO-র প্রতিনিধিরা, ওমিক্রনের পরের রূপটি এমন নাও হতে পারে। সেটি আবার ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে এবং আগের চেয়ে বেশি হতে পারে তার ভয়াবহতার মাত্রাও।
কিছু দিন আগে পাওয়া রিপোর্টেও জানা গিয়েছে, ওমিক্রন BA.2-এ ওমিক্রনের তুলনায় সংক্রমণের মাত্রা বেশি। এটি ছড়াচ্ছে বেশি তীব্রতার সঙ্গে।
হালে জাপানের এক চিকিৎসক এই সব আশঙ্কাই সত্যি হতে পারে বলে জানিয়েছেন । তিনি সে দেশের পরিসংখ্যান দিয়ে বলেছেন এই ওমিক্রন BA.2 মারাত্মক গতিতে সংক্রমিতই হচ্ছে না, তার পাশাপাশি এটি ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কাও রয়েছে ডেল্টার মতো।
এমনকী BA.2-এর অ্যান্টিবডিও শরীরে তৈরি হচ্ছে না আগের ওমিক্রনে সংক্রমিত হলে । এটিই বিজ্ঞানীদের সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে।