Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

OMG! বিয়ের ২০ দিনের মাথায় দেওরের সাথে পালিয়ে গেলেন নববধূ, মাথায় হাত স্বামীর

আমাদের চারিপাশে অবাক করে দেওয়ার মতন কত কী ঘটে। যেমন উত্তরপ্রদেশের পিলিভীত জেলার থেকে এক অভিনব ঘটনা সামনে এসেছে। ২০ দিন আগে কনে হয়ে আসা এক নারী তার দেওরের প্রেমে পরে স্বামীকে ছেড়ে পালিয়ে গেছেন। না তাদের মধ্যে পূর্ব প্রেম ছিল না। কিন্তু জানা গেছে মাত্র ২০ দিনের মধ্যে দুজনের মধ্যে প্রেম এতটাই বেড়ে যায় যে নববধূ ও দেওয়া একসাথে বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করে। তারপর একদিন সুযোগ পেয়ে দুজনেই বাড়ি থেকে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পড়লে তাদের হুঁশ উড়ে যায়। এরপর তড়িঘড়ি করে কনের স্বামী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় এলাকায় যেন চাঞ্চল্য পরে গিয়েছে। পাড়া প্রতিবেশীরা আলোচনা করছে। একইসঙ্গে এই ঘটনায় বর-কনে উভয় পক্ষের লোকজন খুবই ক্ষুব্ধ।

ঘটনাটি পুরানপুর কোতয়ালী এলাকার একটি গ্রামের। এই গ্রামের এক যুবকের বিয়ে হয়েছিল পিলিভীতের বাসিন্দা এক মেয়ের সঙ্গে। এ বিয়েকে কেন্দ্র করে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল। আমন্ত্রিত অভ্যাগতরা বিয়েতে এসে জমিয়ে ভোজ খেয়ে নতুন বর ও কনেকে আশীর্বাদ করে যান। কিন্তু, দেওর বৌদির হাসি-ঠাট্টা যে একদিন প্রেমে পরিণত হবে তা কি কেউ জানত!

পরিবারের সদস্যরা জানায়, একদিন সকালে একসাথে নববধূ আর বরের খুড়তুতো ভাই দুজনেই গায়েব হয়ে যান। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় পরিবারে। পালাবার সময় নববধূ তার গয়নাও সঙ্গে নিয়ে যায় বলে অভিযোগ।

গণমাধ্যমগুলির খবর অনুযায়ী বলা হয়েছে, স্বামী জানিয়েছেন, স্ত্রী বিয়ের সমস্ত গয়নাও সঙ্গে করে নিয়ে গেছেন। সে পুলিশকে জানায়, তার খুড়তুতো ভাই এই কর্মে লিপ্ত। ওই ব্যক্তি নিজের স্ত্রীকে উদ্ধারের জন্য পুলিশের কাছে আবেদন করেছেন। স্বামী জানান, তার খুড়তুতো ভাই তার বাড়িতে ঘন ঘন আসা-যাওয়া করত। তার স্ত্রীর সাথে ঠাট্টা-তামাশাও করত, কিন্তু দেওর বৌদির সম্পর্কে খুনসুঁটি থাকতেই পারে তাই এই নিয়ে কেউ কিছু সন্দেহ করত না। কিন্তু এই সামান্য দিনেই দুজনের মধ্যে যে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে তা কেউ জানত না। একই সঙ্গে নবদম্পতির এহেন কর্মকাণ্ডে মহিলার বাপের বাড়ির লোকজনও বেশ ক্ষুব্ধ। কোতোয়াল রামসেবক জানান, মামলা নথিভুক্ত করার পর তদন্ত শুরু হয়েছে। পলাতকদের খোঁজ চলছে

Related posts

আফগানিস্তানে ফের তালিবানি শাসন, ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন অভিনেত্রী

News Desk

সব থেকে বড় শহরের নাম থেকে চাঁদের সব চেয়ে কাছের জায়গা , রইলো অদ্ভুত কিছু স্থানের হদিশ

News Desk

কলকাতার বউ বাজার থেকে ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট নিয়ে ওড়িশায় ডাক্তারি, পুলিশের হানায় চাঞ্চল্যকর তথ্য

News Desk