অনেক এমন যৌন হেনস্থার ঘটনা ঘটে থাকে যা বিশ্বাস করা যায় না। এক শিক্ষিকার বিরুদ্ধে এক নাবালককে ‘যৌন মিলনে উদ্বুদ্ধ’ করার অভিযোগ উঠল। দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট অগাস্টায় এই ঘটনাটি ঘটেছে। গ্রেফতার করা হয়েছে এমি সিঙ্গেলটন নামক অভিযুক্ত মহিলাকে। কিন্তু তাকে গ্রেফতার করা হলেও তিনি কিন্তু জামিন পেয়ে গিয়েছেন। এরকম একটা ঘটনায় জামিন পেয়েছেন তা জেনে অবাক অনেকেই।
গত বছরের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বছর ২৮ এর ওই শিক্ষিকা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। পোর্ট অগাস্টা ম্যাজিষ্ট্রেট কোর্টেএ দিন হাজির করা হয় অভিযুক্তকে। শিশু সংক্রান্ত কোনও বিষয়ের সঙ্গে যুক্ত না থাকার শর্তে জামিন পেয়ে গিয়েছেন এমি। প্রশাসনকে ১২ সপ্তাহ সময় দিয়েছেন বিচারপতি তথ্য প্রমাণ জোগাড় করার জন্য।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তীব্র চাপের মধ্যে ‘ এমন কোনও ঘটনা ঘটেনি স্কুলের কোনও ছাত্রের সঙ্গে’ বলে পোর্ট অগাস্টা ওয়েস্ট প্রাইমারি স্কুল নামক ওই বিদ্যালয় নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে চেয়েছে। স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের উদ্দেশ্যে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, স্থায়ী শিক্ষিকা ছিলেন না এমি। অন্য এক জন শিক্ষকের জায়গায় অস্থায়ী শিক্ষিকা হিসেবে ২০২০ সালের জুলাই মাসে যোগ দিয়েছিলেন তিনি। তিনি শুধু এক দিন ছাত্রছাত্রীদের শিক্ষিকা হিসেবে পড়িয়েছেন বলেও দাবি স্কুলের অধ্যক্ষের।