Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সাত মাসের শিশুর শরীরে ইস্ত্রির ছ্যাঁকা! নৃশংস টোটকা প্রয়োগ করা তান্ত্রিককে গ্রেফতার পুলিশের

ইস্ত্রির ছ্যাঁকা দিয়েই সাত মাসের শিশুর জ্বর সারানোর চেষ্টা! নৃশংস ওই টোটকা অবলম্বন করায় আরও অসুস্থ হয়ে পড়ে সদ্যোজাত। ঘটনাটি রাজস্থানের ভিলওয়ারা গ্রামের। গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। বিষয়টি নিয়ে থানাতেও অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তান্ত্রিককে ডেকে পাঠানো হয় থানায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের নিমাচ এলাকার বাসিন্দা শম্ভু ভিল। কর্মসূত্রে পরিবার সহ ভিলওয়ারার দাদাবাড়ি কলোনিতে বসবাস করেন তিনি। শম্ভু এবং তাঁর স্ত্রী দু’জনেই শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁদের সাত মাসের পুত্র সন্তান বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল। সে সময় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার শম্ভুর স্ত্রী এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই তাঁর সন্তানের জ্বর নিয়ে আলোচনা করার সময়, কয়েকজন শিশুটিকে স্থানীয় তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সেই পরামর্শ মেনেই হাসপাতাল থেকে শিশুটিকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপরেই চিকিৎসার নামে সদ্যোজাতকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দেয় ওই তান্ত্রিক। যার জেরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর মহাত্মা গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাচ্চাটিকে।

Related posts

ভয়াবহ নৃশংসতার ঘটনা বিহারে! অপহরণ করে মাত্র আট বছরের বাচ্চা মেয়েকে বলি দিল তান্ত্রিক

News Desk

‘ভয়ার্ত স্বপ্ন আসছে’…, মন্দির থেকে চুরি যাওয়া মূর্তি মানে মানে ফেরত দিয়ে গেল চোরেরা

News Desk

দেশের কোভিড টীকায় ভরসা নেই। এই বিদেশী টিকা নিতে বিলেত-দুবাই তে ভিড় ভারতের অতিধনীদের

News Desk