Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দিল্লি অক্সিজেন সরবরাহ নিয়ে সুপ্রীম কোর্টের কড়া রায়, ভারতবাসীর সামনে আনা হোক অক্সিজেন সরবরাহ পদ্ধতি

দৈনিক ৭০০ টন অক্সিজেন দিল্লিকে সরবরাহ করতেই হবে, সুপ্রিম কোর্ট থেকে ঠিক এমনই নির্দেশ দিল কেন্দ্রকে। করোনা পরিস্থিতি দেশে বেলাগাম আকার ধারণ করছে। আক্রান্ত আর মৃতের নিরীখে দিল্লী দেশের মধ্যে অনেকটাই বেশি। প্রায় মহারাষ্ট্রের পরেই দিল্লী তে মৃত্যু সব চেয়ে বেশি। কিছু দিন আগে দিল্লী তে মৃতদেহ সৎকারের এক ভয়াবহ দৃশ্যও কাপুনি ধরিয়েছে মানুষের মনে। মৃত্যু বিভীষিকার মধ্যে দিল্লী তে ক্রমাগত উর্দ্ধমান হয়েছে অক্সিজেন এর হাহাকার।

কোভিড মোকাবিলার এহেন চরম পরিস্থিতির মোকাবিলায় এই মুহূর্তে দিল্লিতে জন্য প্রয়োজন অক্সিজেন। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বারবার অনুরোধ জানিয়েছিলেন কেন্দ্রের কাছে অক্সিজেন পাঠানোর জন্য। পাশাপাশি দ্বারস্থ হয়েছিলেন দেশের শীর্ষ আদালতের কাছে অক্সিজেন চেয়ে মামলা করে। সেই মামলারই রায় দান করলো সুপ্রিম কোর্ট। 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল  জানান, ‘যতটা অক্সিজেন প্রয়োজন বলে ধার্য করা হয়েছিল, তার থেকে অর্ধেক পাচ্ছে রাজধানী। কিন্তু, বিজেপি ক্ষমতায় রয়েছে এমন বিভিন্ন প্রতিবেশি রাজ্যে যেমন হরিয়ানা উত্তরপ্রদেশ, তারা সবার আগে অক্সিজেনের সমস্ত সুবিধাটাই পাচ্ছে’। 

অরবিন্দ কেজরিওয়াল দিল্লির জন্য দৈনিক ৭০০  টন অক্সিজেন- এর আবেদন করেছিলেন, কারণ, দিল্লিতে প্রতি ঘণ্টায় ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এই ঘটনা মাথায় রেখে কেন্দ্রকে কড়াভাবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘৭০০ টন অক্সিজেন দিতেই হবে দিল্লিকে’।

সাথে সাথে সুপ্রীম কোর্ট বলে ‘যদি কিছু লুকানোর না থাকে, তাহলে সমগ্র ভারতবাসীর সামনে আনা হোক কীভাবে কেন্দ্র থেকে অক্সিজেন সাপ্লাই হয়ে থাকে।  যদি তা না মানা হয় তাহলে তা শীর্ষ আদালতকে অবমাননা করা হবে’। দিল্লির অক্সিজেন সংক্রান্ত মামলায় এমনটাই রায় দেওয়া হয়েছে বলে জনা গিয়েছে। 

Related posts

বন্ধুর মৃতদেহের পাশে কোবরা সাপ ছেড়ে দিল আরেক বন্ধু! কারনটা কি জানলে চমকে উঠবেন

News Desk

ডেটিং অ্যাপে মেয়ে সেজে যুবককে ফাঁদে ফেলল বৃহন্নলা, ফ্ল্যাটে ডেকে বানালো অশ্লীল ভিডিও! তারপর..

News Desk

ঘরে অন্য নারীর সঙ্গে স্বামী, হঠাৎ বাপের বাড়ি থেকে হাজির স্ত্রী! হতভম্ব স্বামী যা করলেন

News Desk