Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এমবিএ ছাত্রকে কিডন্যাপ করে গানপয়েন্টে রেখে নগ্ন ভিডিও শ্যুট! আত্মহত্যার চেষ্টা ছাত্রের

বেশ দুদিন আগেই এক এমবিএ ছাত্র আত্মহত্যার চেষ্টা করেছে দিল্লিতে। ওই ছাত্রকে প্রায় মাস তিনেক আগে তুলে নিয়ে গিয়ে বন্দুক দেখিয়ে নগ্ন করে ভিডিও তুলে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিলো। ওই ঘটনায় দিল্লি পুলিশ (Delhi Police) প্রধান অভিযুক্তকে মঙ্গলবার গ্রেপ্তার করল। একই ঘটনায় আরও দুই অভিযুক্তের খোঁজ চলছে।

অপহরণ, যৌন হয়রানি ও ব্ল্যাকমেলিংয়ের ঘটনাটি সামনে আসে দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই ছাত্র আত্মহত্যার চেষ্টা করার পরেই । জানা গিয়েছে, তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল গানপয়েন্টে তোলা নগ্ন ভিডিও সূত্রে। আত্মহত্যার চেষ্টা করে সে পরিস্থিতির চাপে।

ওই ছাত্রকে গত বছরের অক্টেবর মাসের ২৩ তারিখে অপহরণ করা হয়। অভিযোগ তাঁকে গানপয়েন্টে নগ্ন ভিডিও তোলা হয় একটি ঘরে আটকে রেখে। আরও তাঁর একটি ভিডিও তোলা হয়, যেখানে সঙ্গে গাঁজা, চরস ও পিস্তল দেখা গিয়েছে। ওই ছাত্রের কাছে ২০ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা এই ভিডিও দু’টি দেখিয়ে। নচেত হুমকি দেওয়া হয় ভিডিও প্রকাশ্যে আনার। এই অবস্থায় ৫ লক্ষ টাকা দেয় অপরাধীদের পরিবার। যদিও ওই ছাত্রের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়া হয় তাঁর বন্ধু ও আত্মীয়দের মধ্যে এরপরেও। এমনকি নতুন করে পরিবারকে হুমকি দেওয়া হয় পয়লা ফেব্রুয়ারিতে, বাকি ১৫ লক্ষ টাকা না মেটালে এমবিএ পড়ুয়াকে খুন করা হবে।

এরপর দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই এমবিএ ছাত্র স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগ, উলটে ওই ছাত্রের সঙ্গে খারাপ আচরণ করেন এক পুলিশ কনেস্টবল ধর্মপাল। অসহায় পরিস্থিতিতে আত্মহত্যার চেষ্টা করে ছাত্র ফিনাইল খেয়ে। যদিও পুলিশ জানিয়েছে, রবিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ছাত্রের অভিযোগের ভিত্তিতে। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। বাকি দোষীদের খোঁজ চলছে তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

Related posts

বেশীরভাগ সময় মোবাইলে দেখতেন আত্মহত্যার ভিডিও! শেষমেষ নিজেই বাছলেন সেই পথ

News Desk

জিৎ এর সাথে “সাথী”তে জুটি বাঁধার কথা ছিল কোয়েলের! সাফ মানা করে দেন বাবা রঞ্জিত মল্লিক

News Desk

দেশে আবারও বাড়ল করোনা সংক্রমণ, আবারও মৃত্যু চার হাজার

News Desk