Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মঙ্গল গ্রহে গিয়ে সেক্স করার অভিজ্ঞতা পেতে আগ্রহী সমকামী যুগল, চাইছেন অর্থ সাহায্য

মহাকাশ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। আবার স্বপ্ন দেখারও শেষ নেই। এমনই স্বপ্ন দুই সমকামী যুগলের। মঙ্গল গ্রহে গিয়ে যৌনতায় লিপ্ত হতে চান তাঁরা। সেই তাগিদেই চাঁদা তুলছেন। আর ইতিমধ্যেই প্রায় পনেরো লক্ষ টাকা সংগ্রহ করে ফেলেছেন।

সমকামী এই যুগলের নাম অ্যাডেলি ও রবি। বহুদিন ধরেই একসঙ্গে থাকেন তাঁরা। দু’জনেই স্ট্রিপচ্যাট নামের অ্যাডাল্ট ওয়েব সাইটের মডেল। নিয়মিত সেখানে ভিডিও আপলোড করেন। আবার লাইভ সম্প্রচারেও যৌনক্রিয়ার লিপ্ত হন। স্ট্রিপচ্যাট থেকে যা আয় হয় তাতে দিব্যি চলে যাচ্ছিল সমকামী যুগলের। কিন্তু আচমকাই তাঁরা জানতে পারেন ২০২৬ সালে কিছু মানুষকে পর্যটক হিসেবে মহাকাশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। তখন থেকে মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন অ্যাডেলি ও রবি।

সমকামী যুগলের মতে, মহাকাশে অনেক রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু সেখানে গিয়ে এখনও পর্যন্ত কেউ যৌনক্রিয়ায় লিপ্ত হননি। তাঁরাই প্রথম যুগল, যাঁরা এমনটা করতে চলেছেন। মঙ্গল গ্রহের এই কর্মকাণ্ড তাঁরাই লাইভ সম্প্রচারও করতে চান। যাতে অন্যান্যরাও তা থেকে অনুপ্রাণিত হতে পারে। অ্যাডেলি ও রবির এই বিশেষ মঙ্গল অভিযানের জন্য প্রচুর অর্থ প্রয়োজন। তাই অনলাইনের মাধ্যমে অনুরাগীদের কাছে সাহায্যের আরজি জানান সমকামী যুগল।

এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাডেলি ও রবি জানান, অনেকেই তাঁদের আবেদনে সাড়া দিয়েছেন ইতিমধ্যেই কিছু অর্থ জোগাড় করে ফেলেছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। সমকামী যুগলের বিশ্বাস, সময়ের আগেই তাঁরা পর্যাপ্ত অর্থ সংগ্রহ করে ফেলবেন। আর মঙ্গল গ্রহে গিয়ে যৌনতায় লিপ্ত হওয়ার সুযোগ পাবেন। সেই দৃশ্য লাইভ সম্প্রচার কীভাবে করা সম্ভব তা নিয়েও ভাবনাচিন্তা করছেন সমকামী যুগল।

Related posts

করোনা ভাইরাসের বার বার সংক্রমিত হওয়া কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? কী বলছে বিশেষজ্ঞরা

News Desk

বাড়ি খালি করাতে হবে! অসুস্থ শয্যাশায়ী বৃদ্ধার বাড়িতে চরস লুকিয়ে পুলিশে খবর দিল বিল্ডার

News Desk

এক বোতল জল ৩০০০ টাকা, ভাত ৭৫০০ টাকায়, কাবুল বিমানবন্দরে চরম দুর্ভোগে অপেক্ষারতরা

News Desk