দেশে প্রতিনিয়ত শিশু চুরির ঘটনা সামনে আসছে। উত্তরপ্রদেশের মথুরা রেলস্টেশন ও মিরাট হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার পর ঝাড়খণ্ড থেকেও একই রকম ঘটনা সামনে এসেছে। এখানে, জামশেদপুরের টাটা নগর রেলওয়ে স্টেশন থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মহিলার কাছ থেকে তার সাত মাস বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে যায়। গোটা ঘটনা ধরা পড়েছে রেলস্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরায়।
বলা হচ্ছে, ওই মহিলা স্টেশনে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। গত এক মাস ধরে তিনি টাটা নগর রেলস্টেশনে বসবাস করছেন। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, প্রতিদিনের মতো সোমবারও তিনি প্ল্যাটফর্ম-১ নম্বরে বসেছিলেন। তখন অচেনা এক ব্যক্তি তার কাছে এসে কথা বলতে থাকে।
মহিলাটি বলেছিলেন যে তাকে বাথরুমে যেতে হয়েছিল, তাই তিনি তার সাত মাস বয়সী মেয়েকে লোকটির কাছে রেখেছিলেন। তারপর মহিলা বাথরুমে যান। কিন্তু যখন তিনি প্ল্যাটফর্মে ফিরে আসেন, তিনি দেখতে পান যে লোকটি সেখানে নেই। তিনি মেয়ে এবং লোকটিকে অনেক খোঁজাখুঁজি করলেন। কিন্তু তাদের দুজনের দেখা হয়নি। মহিলার বুঝতে সময় লাগেনি যে লোকটি তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে।
ওই নারীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, রেলস্টেশনের সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা হলে ওই ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে দেখা যায়। বর্তমানে সিসিটিভি ফুটেজের সাহায্যে অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করছে পুলিশ।
শিগগিরই আসামিদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। ওই ব্যক্তির বিষয়ে আশপাশের এলাকায়ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।