Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিয়ের আগে ওজন বাড়ানো থেকে বড় পেটানো। জানুন বিয়ে নিয়ে পৃথিবীর নানান দেশের আজব প্রথা

 জুতো চুরির রীতি রয়েছে ভারতীয় বিয়েতে। কেউ বিয়ে করতে যান ঘোড়ায় চড়ে, কেউ বা পালকিতে চড়ে।  বাঙালি বিয়েতে কনে পান পাতা দিয়ে মুখ ঢেকে বিয়ের আসরে যান। ভৌগলিক সীমারেখা পালটালেই বিয়ের নিয়ম পালটে যায়। অনেকেরই গতে বাঁধা কিছু নিয়ম জানা। তবে অদ্ভূত এমন কিছু নিয়মও রয়েছে, যা জানলে চক্ষু জোড়া কপালের চড়কগাছে উঠতেই পারে।

১)  বিয়ের আগে কনেকে মোটা হতে হয় আফ্রিকা মরিটানিয়াতে (Mauritania)। এতে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে বলে  বিশ্বাস করা হয়,। তাই কনেকে ওজন বাড়াতে ‘ফ্যাট ফার্মে’ যেতে হয়। সেখানে আবার অনেকে অসুস্থ হয়ে পড়েন ওজন বাড়াতে গিয়ে। কিন্তু কনে কে  ‘ফ্যাট ফার্মে’ নাকি যেতেই হয় বিয়ে করতে গেলে।

২) পাত্র কতটা উপযুক্ত দক্ষিণ কোরিয়ায় (South Korea) তা পরখ করে দেওয়া হয়। বরের পায়ের তলায় মাছ বা বাঁশের কঞ্চি দিয়ে পেটানো হয় ফুলশয্যার রাতের ঠিক আগেই। তাঁর পুরুষত্ব এভাবেই পরীক্ষা করা হয়।

৩) স্কটল্যান্ডে (Scotland) বিয়ে করতে খবরদার যাবেন না। সেখানে এমন নব দম্পতির মাথায় নাকি আবর্জনা ঢালার নিয়ম আছে। হ্যাঁ, বর ও বউকে পাশাপাশি বসিয়ে বিয়েরদিনই যাবতীয় নোংরা ঢালা হয়।

৪) বিয়ের এক মাস আগে থেকেই কাঁদতে শুরু করেন চিনের তুজিয়া সম্প্রদায়ের কনেরা। এই বিলাপে তাঁর পরিবারের বাকি মহিলারাও যোগ দেন। মনে করা হয়,যাবতীয় দুঃখ এতে বিয়ের আগেই শেষ হয়ে যায়। তারপর বাকি থাকে শুধুই সুখ।

৫) বিয়ে করতে চান ফিজির (Fiji) কোনও মেয়েকে? তাহলে আগে খুঁজে আনুন একটি তিমি মাছের দাঁত। হ্যাঁ,তিমি মাছের দাঁত দিতে হয় ফিজিতে পাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে গেলে । যদি না পাওয়া যায় দাঁত তাহলে? তাহলে কী হয় তা অজানা। তবে অনেকেই রীতি পালন করেন। বিয়ের ইচ্ছে যাঁদের থাকে নিশ্চয়ই তাঁর উপায় কিছু একটা বের করে নেন।

৬) সুইডিশ প্রথা অনুযায়ী, যদি আগে ম্যারেজ হল থেকে বিয়ের বর বেরিয়ে যান তাহলে হলের সমস্ত পুরুষরা নববধূকে চুম্বনে ভরিয়ে দেন। আর যদি বধূ আগে বেরিয়ে যান তাহলে আমন্ত্রিত সমস্ত মহিলার চুম্বন বর পান।

৭) ফ্রান্সের পলিনেশিয়ায় (French Polynesia)  বর এবং কনে পক্ষের আত্মীয়রা মেঝেয় শুয়ে পড়েন বিয়ের পর। নবদম্পতিকে যেতে হয় তাঁদের উপর দিয়েই।

Related posts

এই ৫ উপসর্গ দেখলেই দ্রুত পরামর্শ নিন চিকিৎসকের, ওমিক্রনের লক্ষ্মণ হতে পারে!

News Desk

অলিম্পিকে ইতিহাসের দোরগোড়ায় ভারতের বক্সার, মেরি কম ছিটকে গেলেও পদক নিশ্চিত করলেন লভলিনা

News Desk

গঙ্গায় নামবেন না, জলও খাবেন না, মালদহে মাইকে সচেতন বার্তা প্রচার।

News Desk