৩০ শে জুলাই অবধি আগেই জারি ছিল কার্যত লকডাউন। আজ নবান্নের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের সময়সীমা। আজকের নির্দেশ অনুযায়ী ১৫ই অগাস্ট পর্যন্ত বাড়ানো হল বিধি-নিষেধের সময়সীমা। এবারেও রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যে বলবৎ থাকছে নাইট কার্ফু।
করোনা সংক্রমণ রোধে যে সমস্ত সামাজিক বিধি নিষেধ বজায় ছিল তা আগেই শিথিল করা হয়েছিল। এবারও সেই সমস্ত ছাড় বজায় থাকছে। প্রশাসনের বেঁধে দেওয়া করোনা বিধি নিয়ম মেনে বাজার, দোকান, হোটেল, রেস্তোরাঁ, বার ইত্যাদি নানা ক্ষেত্রে যে সব ছাড় ঘোষণা করা হয়েছিল তা কায়েম থাকবে। শপিং মল, সেলুন, বিউটি পার্লার ৫০ শতাংশ কর্মী ও ক্রেতা নিয়ে খোলা থাকবে। আপাতত বন্ধ থাকছে স্পা। কেবল ছাড় মিলবে জরুরি পরিষেবায়।
সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্তই রইল অফিস খোলার অনুমতি। এছাড়া বাকি সেক্টরের ক্ষেত্রে যতটা সম্ভব হয় ওয়ার্ক ফ্রম হোম চালিয়ে যাওয়ার কথা উল্লেখ রয়েছে। যারা ভ্যাকসিন পেয়েছেন তারা সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত পার্কে প্রাতঃভ্রমণ করতে পারবেন। সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকছে ব্যাঙ্ক।
এবারর নির্দেশিকায় সরকারি অনুষ্ঠান প্রসঙ্গে একটি নতুন এবং বিশেষ নির্দেশিকা দিয়েছে নবান্ন। যাতে বলা হয়েছে ৫০ শতাংশ মানুষ নিয়ে আয়োজন করা যেতে পারে সরকারি অনুষ্ঠান, তবে তা ইন্ডোর অর্থাৎ বন্ধ জায়গায় করতে হবে। অর্থাৎ প্রকাশ্যে কোনো সরকারি অনুষ্ঠান করা যাবে না। এছাড়়া সেই সব সরকারি অনুষ্ঠানে যাতে করোনা বিধিনিষেধ কঠোর ভাবে মেনে চলা করা হয়, সেজন্য পুলিস-প্রশাসনকে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং বিনোদন সংক্রান্ত জমায়েতে আগের মতই নিষেধাজ্ঞা বহাল থাকছে।
স্টাফ স্পেশাল ট্রেন আগের মতোই চলবে। তবে, এবারও জন সাধারণের জন্যে লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে নতুন করে কোনও অনুমতি রাজ্যের তরফে দেওয়া হয়নি।
বুধবার রাজ্যে আবারও কিছুটা বেড়েছে করোনা সংক্রমন। তাই রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নৈশ কার্ফুর বিষয়টিতে তাঁরা আরও বেশি কড়া হাতে সামলান। রাতের কার্ফু সংক্রান্ত বিধিনিষেধে বহু ক্ষেত্রেই সাধারণ মানুষ এং বেশ কিছু হোটেল রেস্তোরাঁ মানছে না বলে ক্রমাগত অভিযোগ এসেছে। তাই নাকা চেকিং এর সঙ্গে আবগারি দফতরকেও ধর পাকরে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া রয়েছে নবান্ন তরফে।