সীমিত সময়ের জন্য বন্ধ থাকতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অনলাইন পরিষেবা। কখন থেকে কখন মিলবে না এই পরিষেবা। জেনে নিন।
নিজেদের ওয়েবসাইট সার্ভারে কিছু রক্ষণাবেক্ষণ মূলক কাজের জন্য বন্ধ থাকতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অনলাইন গ্রাহক পরিষেবা। এসবিআই (SBI) -এর তরফে জানানো হয়েছে এসবিআই ইওনো (SBI Yono) , ইওনো লাইট, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস তথা ইউপিআই (UPI) এই সমস্ত অনলাইন পরিষেবা বন্ধ থাকবে কিছু সময়ের জন্যে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে আগামী ২০শে জুন রাত ১ টা থেকে সেই দিন রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে অনলাইন পরিষেবা। এই সময়ের জন্যে নিজেদের গ্রাহকদের এসবিআই – এর পাশে থাকার জন্য আবেদন জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আরও উন্নত অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা দিতে চাই আমরা। এই রক্ষনাবেক্ষনের কাজ চলাকালীন গ্রাহকদের আমাদের পাশে থাকার আবেদন জানাচ্ছি।
এর আগে গত ১৭ই জুন এবং ১৩ই জুন বেশ কিছুক্ষনের জন্য বন্ধ ছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অনলাইন ডিজিটাল পরিষেবা। এর ফলে তখনও ইওনো, ইওনো লাইট, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস তথা ইউপিআই পরিষেবার সুবিধা ইত্যাদি উপলব্ধ ছিল না গ্রাহকদের জন্যে। এবারও আগাম সূচনা দিয়ে নিজেদের পরিষেবা বন্ধ রাখার কথা জানালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই ওই সময়ের আগেই কারো অনলাইন লেনদেন সারার হলে সেরে রাখা ভালো