Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শরীরে দুটো মাথা, ৪টে হাত, ৪টে পা! উত্তরবঙ্গ মেডিক্যালে বিরল শিশুর জন্ম ঘিরে চাঞ্চল্য

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (North Bengal Medical College) বিরল ঘটনার সাক্ষী রইল। সেখানে জোড়া অবস্থায় জন্ম নিল যমজ শিশু। যদিও মৃত্যু হয়েছে তাদের জন্মের কিছুক্ষণের মধ্যেই।

সাবিনা ইয়াসমিন ওই শিশুদুটির মায়ের নাম। তিনি জলপাইগুড়ির মৌলানি ব্লকের আদাবাড়ির বাসিন্দা । জানা গিয়েছে প্রসব যন্ত্রণা ওঠে সাবিনার, বৃহস্পতিবার রাতে। তড়িঘড়ি তাঁকে মালবাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি স্ক্যান রিপোর্ট দেখে বুঝতে পারে, একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে যমজ শিশুদুটি ।

সাবিনাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানোর পরামর্শ দেন ওই চিকিৎসক বিষয়টি বোঝার পরই। রাতে সেখানেই বধূকে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে আরও অসুস্থ হয়ে পড়েছেন সাবিনা। দ্রুতই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা করে। বিরল শিশু জন্ম নেয়। যার চারটি করে হাত ও পা দুটি মাথা। চিকিৎসকদের দাবি, এই ঘটনা দুটি শিশু জুড়ে যাওয়ায়। জন্মের কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়ে খুদেদের। স্থিতিশীল সাবিনা।

Stange kid with 4 hand and legs and two head born

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিন সন্দীপ সেনগুপ্ত এবিষয়ে বলেন, “২৪ সপ্তাহে ডেলিভারি হয়েছে জন্মগ্রহণ করেছে। দুটি শিশু জোড়া অবস্থায়। এদের Conjoined Twin বলা হয়, এটায ৩৫ হাজার থেকে ২ লক্ষের মধ্যে একটি ক্ষেত্রে এমনটা ঘটে থাকে অত্যন্ত বিরল ঘটনা। বুকের কাছে জোড়া ছিল।” উল্লেখ্য, এহেন ঘটনা বাংলায় আগেও হয়েছে। 

Related posts

বিয়ের পর নিজের স্ত্রীকে সুখী রাখার ৫ অব্যর্থ কৌশল

News Desk

মকর সংক্রান্তি পর্যন্ত চলবে সৌর খরমাস? এই একমাস কেন শুভকাজ মানা? জানুন পৌরাণিক কাহিনী

News Desk

শাশুড়ি আর ননদের উপর চড়াও হয়ে মারধর পুত্রবধূর, ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য

News Desk