Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং স্বাস্থ্য

ধূমপানে মৃত্যুর আশঙ্কা বাড়ছে , চরম সতর্কতা হু র তরফে

ধূমপায়ীদের জন্য খারাপ খবর। ধূমপানের অভ্যাস থাকলে তা আজ থেকেই কমানো শুরু করুন বাঁচতে চাইলে। কারণ গবেষণা জানাচ্ছে
ধূমপান করলে করোনায় সংক্রমণে বিপদের আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। শুধু তাই নয় করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর সম্ভাবনাও বেড়ে যায় ৫০ শতাংশ, দাবি গবেষকদের।

ধূমপানে মৃত্যুর আশঙ্কা বাড়ছে , চরম সতর্কতা হু র তরফে

করোনা নিয়ে সারা পৃথিবীতে শঙ্কার মাঝেই ৩১ মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে ( World No Tobaco Day) হুর তরফে ধূমপান বিরোধী প্রচারে উদ্যোগ।

ধূমপানের বদভ্যাস নিয়ে সকলকে সতর্ক করলেন প্রধান টেড্রস অ্যাডানম ঘেব্রেয়িসাস জানিয়েছেন, ধূমপায়ীদের কঠিন রোগে আক্রান্ত হওয়ার এবং কোভিডে মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ বেড়ে যায়। তাই করোনায় মৃত্যুর ঝুঁকি কম করতে ধূমপান ছাড়তে হবে এখনই।’‌ তিনি আরও বলেন, শুধু করোনা নয়, ধূমপায়ীদের ক্যান্সার, হৃদরোগ এবং ফুসফুসের রোগেও আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে। হু প্রধান সমস্ত দেশকে আবেদন করেন ‘হু’-এর তামাক বিরোধী প্রচারে অংশ নিতে, যাতে আগামী দিনে এক সুস্থ পৃথিবী গড়ে তোলা যায়।

কিন্তু ধূমপায়ীদের সাথে করোনার কি সম্পর্ক? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা ভাইরাস মূলত ফুসফুসকে সংক্রমিত করে। ফুসফুসের সমূহ ক্ষতি করে। ফলত, যারা প্রতিদিন ধূমপানে আসক্ত তাদের ফুসফুস সংক্রমণের মাত্রা একজন সাধারণ মানুষের তুলনায় অনেকটাই বেশি। অর্থাৎ, ধূমপায়ীদের ভারী সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি। এবং তাদের ক্ষেত্রে বেড়ে যায় মৃত্যুর আশঙ্কাও।

এমনকী টোব্যাকো মুক্ত পরিবেশ তৈরী করতে প্রচার অভিযান চালানোর কথাও ভেবেছে হু। তারা আগামী ৬ মাস ধরে ‘কুইট চ্যালেঞ্জ’ অর্থাৎ ধূমপান ছেড়ে দেওয়ার ব্যাপারে সবাইকে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক মেসেঞ্জার ও উইচ্যাট-এর মতো মেসেজিং প্ল্যাটফর্মে।

Related posts

বিচ্ছেদের ঘোষনা করলেন আমির খান এবং কিরণ রাও! কি জানালেন ঘোষণায়

News Desk

১১ই ডিসেম্বর: বেথুন সোসাইটির প্রতিষ্ঠা এবং আরো কিছু স্মরণীয় ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk

বন্ধুর ফোন নিয়ে দীর্ঘক্ষণ কথা বলছিল আরেক বন্ধু! সেই নিয়ে রাগ করায় ঘটে গেল মারাত্মক কান্ড

News Desk