এখন এই অতিমারীর মধ্যে একদিকে যখন নিত্যনতুন স্ট্রেনের আগমণ ঘটিয়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা তেমনই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা করোনা বাগে আনতে। এমতাবস্থায় এক সহজ উপায়ে করোনা টেস্ট করার পদ্ধতি বের করে ফেললেন গবেষকরা। যদিও এতদিন সর্বাধিক ভরসা করা হত করোনা টেস্টের জন্য আরটি-পিসিআর বা ব়্যাপিড টেস্টের উপরেই। কিন্তু গবেষকদের দাবি এখন করোনার নমুণা পরীক্ষা মোবাইল ফোনের স্ক্রিনের মাধ্যমেও করা যাবে এবং তা অনেক সহজেই।
এই ক্ষেত্রে করোনায় আক্রান্ত ব্যক্তিদের স্মার্ট ফোনের স্ক্রীন থেকে তা সনাক্ত করা হচ্ছে সরাসরি মানুষের শরীরে থেকে লালারস বা সোয়াব নেওয়ার পরিবর্তে। তারপরেই তারপরেই তা পাঠানো হচ্ছে টেস্টিংয়ের ডন্য। এই নতুন পদ্ধতির ফোন স্ক্রিন টেস্টিং (PoST) নাম দেওয়া হয়েছে। প্রথম এই পদ্ধতির খোঁজ পেয়েছেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষকরাই বলে জানা যাচ্ছে।
ফোন স্ক্রিন টেস্টিংয়ের ক্ষেত্রেও একই ফলাফল এসেছে যাদের পিসিআর টেস্টে রিপোর্ট পজেটিভ এসেছে। অখচ অনেক সঠিক এবং সস্তাও এই পরীক্ষার মান। এমনকী অনেক বেশি নির্ভর যোগ্য ফলাফল অ্যান্টিজেন টেস্টের থেকেও বলে মনে করা হচ্ছে। এতে নিজেই মোবাইল ফোনের স্ক্রিন থেকেই সহজে পরীক্ষা করা যাবে করোনা সংক্রমণের লক্ষণযুক্ত ব্যক্তিদের সোয়াব নমুনাগুলি।
বিজ্ঞানীরা বলছেন এই পরীক্ষার ক্ষেত্রে ৮১ থেকে ১০০ শতাংশ পর্যন্ত নির্ভুল ফলাফলও এসেছে যা তারা গবেষণার সময় দেখেছেন। তবে ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রেvভালো ফলাফল এসেছে। ওয়াকিবহাল মহলের ধারণা বর্তমানে ব়্যাপিড টেস্ট বা আরটিপিআর টেস্ট করতে গেলে যা খরচ তাতে আগামীতে এই টেস্ট বড় দিশা দেখাতে পারে করোনা যুদ্ধে।