বর্তমান সময়ে বেড়ে চলেছে ত্বকের সমস্যা। এর মূল কারনই হলো এই যুগের ফাস্ট লাইফস্টাইল, বেড়ে চলা দূষণ, আর অতিরিক্ত কেমিক্যাল যুক্ত স্কিন কেয়ার প্রোডাক্টের ব্যাবহার।
কিন্তু দিন প্রতিদিন নিজের স্কিন কে আয়নার সামনে দেখে আপনার যদি হতাশা আসে তাহলে তার সমাধান থাকতে পারে আপনারই হতে। যদি আপনার রূপচর্চার ভান্ডারে যদি এমন কিছু উপাদান থাকত, যাতে যেকোনো ধরনের ত্বকের সমস্যার সমাধান হয়ে যেতে পারে নিমেষে তাহলে ঠিক কেমন হত? বিশ্বাস করতে পারছেন না কিন্তু এমন উপাদানের হদিস আপনার কাছে থাকতেই পারে! এই উপায়ের খোঁজ পেতে আপনাকে ফিরে যেতে হবে আপনার মা-দিদিমার টোটকায়। বহু যুগ ধরে তাঁরা নিজেদের ত্বকের যত্ন নিতে একটা জিনিসের উপরেই ভরসা রাখতেন— মুলতানি মাটি।
কী ভাবে ব্যবহার করবেন এই ত্বকের জন্য অপরিহার্য উপকরণটি? ত্বকের বিভিন্ন সমস্যা অনুযায়ী বেছে নিন ব্যাবহারের পদ্ধতি।
রোজকার ত্বক চর্চায়:
হলুদ, গোলাপ জল, মুলতানি মাটি আর চন্দনের গুঁড়ো মিশিয়ে একটা ফেস প্যাক বানিয়ে ফেলুন। এটা মুখের উপর লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। ফেস প্যাক শুকিয়ে গেলে ঠান্ডা জলে দিয়ে ধুয়ে ফেলুন।
ড্রাই স্কিন সমস্যা দূর করতে :
১ টেবিল চামচ মুলতানি মাটির সাথে ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ দুধের সর মিশিয়ে একটা প্যাক বানান। ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পেতে এই প্যাক মুখে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলে আপনার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
অ্যাকনের থেকে মুক্তি পেতে:
৩ টেবিল চামচ মুলতানি মাটি নিন, সাথে ২ টেবিল চামচ টমেটোর রস, ১ টেবিল চামচ লেবুর রস, আর ১০ ফোঁটা গোলাপ জল। এই সমস্ত একসাথে মিশিয়ে একটা ফেস প্যাক বানান। এটা সারা মুখেও লাগিয়ে নিতে পারেন আবার শুধুমাত্র অ্যাকনের উপরও লাগাতে পারেন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ধুয়ে ফেলেই ময়েশ্চারাইজার অবশ্যই লাগিয়ে নিন।