বলিউডের বাদশাপুত্র বাড়ি ফিরেই নিজের মা বাবা কে জড়িয়ে ধরে ভেঙে পড়লেন কান্নায়। বাড়ির সব থেকে ছোট সদস্য তার ছোট ভাই কিছুই বুঝতে পারছেনা কিন্তু দাদার বাড়ি ফেরার ঘটনায় তার আনন্দ ধরে না যেন আর। সুদূর বিলেতে থাকেন বোন। কিন্তু দাদার সাথে ভিডিও কলে আসার পরই কান্নায় ফেটে পড়লেন তিনিও। বাদশার প্রাসাদ মান্নাতে আজ আনন্দ আর কষ্টের মিলিত এক আবেগ ভেসে বেড়াচ্ছে। অন্ধকারে ঢেকে থাকা মান্নাতে খুশির আলো জ্বলে উঠলো দীর্ঘ ২৬ দিন পর। খান পরিবারের খুব কাছের একজনের থেকে পাওয়া খবর অনুযায়ী মান্নাতে আজ খুশির আমেজ m।
খবরের শিরোনামে ২৮ দিন ধরে। যেন প্রত্যেকের সমালোচনার মুখরোচক বিষয়বস্তু হয়ে উঠেছিল। তিনি কারও কারও চোখে অপরাধী। আর্থার রোড জেলে বন্দি ২৬ দিন ধরে। পরিচিত হয়ে ওঠা কয়েদি নম্বর ৯৫৬ হিসেবে। এই এক মাসে ঝড় বয়ে গিয়েছে ২৩ বছরের তারকা-সন্তানের মনের উপর। সেই ভয়াবহতাকে ভুলে যাওয়া কঠিন হয়ে যেতে পারে কখনও কখনও নিজের ঘরে ফিরে এলেও। বাবা-মা শাহরুখ এবং গৌরী খান আরিয়ান খানের ক্ষেত্রে তেমন আশঙ্কা করছেন। তাই ছেলের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তারকা-দম্পতি সচেতন বাবা মায়ের মতোই।
তাছাড়া শাহরুখ যখন দেখা করতে গিয়েছিলেন ছেলের সঙ্গে আর্থার রোড জেলে, আরিয়ান তাঁকে তখনই জানিয়েছিলেন যে, জেলের খাবার তাঁর মুখে রুচছে না। তাই গৌরী নতুন ডায়েটের নতুন তালিকা তৈরি করেছেন ছেলের জন্য। বেশ কিছু রক্ত পরীক্ষাও করানোর সিদ্ধান্ত নিয়েছেন ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য বলে দাবি সূত্রের।