Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মোবাইল নম্বর বা UPI নেই? আধার নম্বর ব্যাবহার করেই পাঠানো যাবে টাকা, জানুন পদ্ধতি?

আধার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। প্রায় সকলেই বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে এটি ব্যবহার করেছেন। কিন্তু এটা কি জানেন, এই আধার নম্বর দিয়েই টাকা লেনদেন করাও সম্ভব। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? আসুন জেনে নেওয়া যাক…

UIDAI জানিয়েছে, BHIM ব্যবহারকারীরা আধার কার্ড নম্বর ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন। যাঁদের ফোন বা UPI অ্যাড্রেস নেই তাঁরাও এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন।

BHIM হল একটি UPI ভিত্তিক পেমেন্ট ইন্টারফেস। আপনার মোবাইল নম্বর বা নামের মতো একটি একক পরিচয় ব্যবহার করে রিয়েল টাইম ফান্ড ট্রান্সফার করে এটি।

কবে , কোথায় , কি কারণে ব্যবহার হয়েছে আপনার আধার কার্ড (Aadhaar), জেনে নিন আজই

UIDAI জানিয়েছে, BHIM ব্যবহারকারীরা আধার নম্বর ব্যবহার করে টাকা পাঠানোর অপশন পাবেন।

BHIM-এ আধার নম্বর ব্যবহার করে কীভাবে টাকা পাঠাবেন? আধার নম্বর ব্যবহার করে টাকা পাঠাতে বা স্থানান্তর করতে, একজন প্রেরককে প্রাপকের ১২ সংখ্যার অনন্য আধার নম্বর দিতে হবে এবং যাচাই অপশনে যেতে হবে।

তারপরে, সিস্টেমটি আধার লিঙ্কিং যাচাই করবে। এরপরেই টাকা পাঠানো যাবে।

যদি একজন ব্যক্তির ১টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং সমস্ত অ্যাকাউন্টই আধারের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে সমস্ত অ্যাকাউন্টেই ডিজিটাল লেনদেন করতে ব্যবহার করা যেতে পারে।

Related posts

গত কয়েক দিনের চেয়ে সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ! বাড়লো মৃত্যুও

News Desk

স্ত্রীকে বাথরুমে দরজা বন্ধ করে দিঘার হোটেল রুমে ‘গলায় ফাঁস লাগালো’ স্বামী! ঘটনায় চাঞ্চল্য

News Desk

বিয়ের মণ্ডপে চুক্তিপত্র নিয়ে হাজির কনে! মাথায় হাত বরের , কি লেখা রয়েছে চুক্তিতে?

News Desk