Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিয়ের দিন বউয়ের সাথে নাচার সময় কোলে তুলতে গিয়ে কাণ্ড ঘটিয়ে বসলেন বর! দেখে তাজ্জব সকলে

কত কান্ডই না ঘটে থাকে একটি বিয়েতে! সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি বিয়ের জন্য জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দেখা গিয়েছে৷ সেখানে অতিথিদের ভিড় দেখা গেছে৷ সেখানে একটি স্টেজে পাত্রপাত্রী দুজনেই ডান্স করবেন৷ ঠিক এরকমই পরিকল্পনা ছিল৷ কিন্তু বর যা কাণ্ড ঘটালেন স্টেজে নেমে, তা দেখে সবাই তাজ্জব ৷ এমন ঘটনার পর বর বা বউ কারোর হাত-পা ভাঙেনি ভাগ্য ভালো৷ কোমরের কোথাও চোট লাগেনি যদিও৷ নাহলে অনেক বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো৷ বিয়ে ভেস্তে যেতে পারতো!

কোনও নতুন ঘটনা নয় বিয়েতে পাত্র-পাত্রীদের ডান্স পারফরম্যান্স ৷ সবই সম্ভব মনে আনন্দ থাকলে৷ কিন্তু এতটা চরম সেই আনন্দ হলে কী অঘটন ঘটতে পারে, তা এই ভিডিওটি না দেখলেই নয়৷ এখানে দেখা গিয়েছে, স্টেজে নেমেই বউকে নিজের পিঠে চাপিয়ে নেন বর ডান্স পারফরম্যান্সের জন্য৷ এমনটা যে ঘটবে, বোধহয় তা পাত্রীও আগের থেকে আন্দাজ করতে পারেননি৷ কিন্তু যা ঘটার তাই ঘটল এতটা জোরে ঝাঁপিয়ে কোলে তুলতে গিয়ে৷ পাত্র বউকে নিয়েই হুড়মুড়িয়ে পড়লেন৷ তাদের চোট গুরুতর নয় ভাগ্য ভালো৷ তাঁরা হাত-পা ঝেড়ে আবার উঠে নাচতে শুরু করেন ৷

https://www.instagram.com/reel/CTqCxKyIWD6/

সবার সামনে বিয়ের দিন বউকে সঙ্গে নিয়ে মুখ থুবড়ে পড়াটা মোটেই শোভা দেখায় না ৷ কিন্তু তেমনটাই ঘটল এখানে৷ অনেক চেষ্টাই করেছিলেন বর বউকে পিঠে চাপানোর পর বেশ খানিকক্ষণ ধরে রাখার৷ কিন্তু পারলেন না শেষপর্যন্ত৷ হুমড়ি খেয়ে নিজেও পড়লেন বউও পড়লেন মাটিতে ৷ খারাপ হওয়ার জোগাড় হয়েছিল পাত্রীর অত সুন্দর গাউন কিংবা পাত্রের স্যুট-প্যান্ট সবই৷ আর সবার সামনে এমন ঘটনা ঘটলে কতটা ‘এমব্যারেসিং’ হতে পারে, তা আন্দাজ করাটা হয়তো খুব একটা কঠিন কাজ নয় ৷

Related posts

গোপনে হস্তমৈথুন করলে অন্তঃসত্ত্বা হয়ে পড়বে হাত! কিভাবে সম্ভব! যুক্তি শুনলে অবাক হবেন

News Desk

আমি চিৎকার করছিলাম, কিন্তু ওরা রীতিকাকে ফেলে দিল, বয়ফ্রেণ্ড শোনালো ভয়ঙ্কর অভিজ্ঞতা

News Desk

২৭শে মে বিয়ে, ১০ই জুন শ্বশুর শাশুড়িকে ঘরে তালা বন্ধ করে ননদ কে নিয়ে পালালো কনে!

News Desk