বর্তমান সময়ে এমন অদ্ভুত অদ্ভুত খবর সামনে আসে যা শুনলে হতভম্ব হয়ে যেতে হয়। অনেকে এমন অদ্ভুত কাজ করতে শুরু করেছে, যা জেনে চোখ কপালে ওঠে। এমনই এক ঘটনা সামনে এসেছে আমেরিকার লুইসিয়ানা থেকে। যা খুবই ভয়াবহ সাথে আজবও। সেখানকার একজন মহিলা স্কুল শিক্ষিকা তার ছাত্রদের সাথে এমন কিছু কাজ করেছেন, যা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারবেনা।
বিষয়টা হল যে মহিলা শিক্ষিকা তার ছাত্রদের জন্য কেক বানাচ্ছিলেন। আর সেই কেকের মধ্যে তার প্রাক্তন স্বামী ডেনিস এর বীর্য মিশিয়েছিলেন (Sperm In Cake)। এই ঘটনা জানাজানি হতেই ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দোষী মহিলার নাম সিনথিয়া পারকিন্স (Cynthia Perkins)। ছাত্রীদের কেকে স্বামীর বীর্য মেশানোর মতন জঘন্য অপরাধ ছাড়াও আরো অনেক মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন এই শিক্ষিকা। ওই নারীর বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে, যা তদন্তে সত্য বলে প্রমাণিত হয়েছে। এরপর আদালত ওই নারীকে ৪১ বছরের কারাদণ্ড দেন।
জানা যায়, অভিযুক্ত ওই স্কুল শিক্ষিকার এখন ডিভোর্স হয়ে গেছে। তাঁর প্রাক্তন স্বামী একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করেন। প্রসঙ্গত শিশুদের স্টুডেন্টদের কেকে বীর্য মেশানোর জন্য সিনথিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এরপর জানা যায়, সে যৌন নিপীড়ন ও শিশুদের অশ্লীল ভিডিও বানানোর মতো অপরাধেও জড়িত। গ্রেপ্তার হওয়ার পর সিনথিয়া স্কুল শিক্ষকের পদ থেকে ইস্তফা দেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ছাত্রদের কেকে শুক্রাণু মেশানোর দায়ে ওই মহিলাকে মাত্র এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। যৌন অপরাধে জড়িত থাকার জন্য বাকি ৪০ বছরের সাজা দেওয়া হয়েছে ওই নারীকে। কাপকেকে স্বামী ডেনিসের বীর্য মেশানো ছাড়াও, সিন্থিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল এক ছাত্রীকে নানা যৌনতা মূলক অশ্লীল ছবি দেখানোর। ছাত্র ছাত্রীদের নগ্ন ছবি ও ভিডিও তোলার অভিযোগও ছিল সিন্থিয়া এবং ডেনিসের বিরুদ্ধে। এছাড়াও শিশু যৌন নির্যাতনের নানা অপরাধের সাথে যুক্ত তিনি। ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী, একটি কুকুরকে যৌন অত্যাচার করার অভিযোগও রয়েছে ডেনিসের বিরুদ্ধে।