Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বাঁচিয়ে নেবে পরী! জাপানি ওয়েব সিরিজ দেখে বহুতল থেকে ঝাঁপ দিল পঞ্চম শ্রেণীর ছাত্র!

জীবনের একের পর এক চরম অশান্তির কারণে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিল মিরাই। তবে নিচে পড়ার আগেই দেবদূতের মতো মিরাইকে কোলে তুলে নিয়েছিল নাসে। জাপানি ওয়েব সিরিজ দেখে একই কায়দায় বহুতল থেকে ঝাঁপ দিল পূর্ব কলকাতার বছর ১২-র বিরাজ। কিন্তু পার্থক্যটা এখানেই ফারাক। নাসের মতো দেবদূতের মতো বিরাজকে বাঁচানোর মতো কেউ ছিল না। তাই অকালে নিজের প্রাণ হারালো পঞ্চম শ্রেণীর ছাত্র বিরাজ। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। পূর্ব কলকাতার ফুলবাগান এলাকার ক্যানাল সার্কুলার রোড এলাকার ঘটনা।

পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অনলাইনে স্কুল বলে অভিভাবকরা বাধ্য হয়েছিলেন তার হাতে মোবাইল তুলে দিতে। আর বন্ধুদের কাছেই জেনেছিল যে, একটি বিশেষ অ্যানিমেশন ওয়েবসাইট সার্চ ও ক্লিক করলেই দেখা যায় ওয়েব সিরিজ প্ল্যাটিনাম এন্ড। আর এই ওয়েব সিরিজেই মজে গিয়েছিল সে। কল্পনার চরিত্র মিরাই কাকেহাশিকে এতটাই আপন করে নিয়েছিল যে, মিরাইয়ের জায়গায় নিজেকে ভাবতে শুরু করেছিল। তার মনে হয়েছিল, মিরাইকে যখন দেবদূত নাসে বাঁচিয়েছে, তখন তাকেও বাঁচাবে। তার ফলে ১১ তলার ছাদ থেকে লাফাতে একফোঁটাও পা কাঁপেনি তার। পুলিশের কাছে খবর, আগেও কয়েকবার সে এই চেষ্টা করেছিল।পুলিশ জানিয়েছে, সরস্বতী পুজোর দিন রাত সোয়া ন’টা নাগাদ আবাসনের ৬ তলার ফ্ল্যাটে থাকে বিরাজের পরিবার। বিরাজকে তার বাড়ির পিছন দিকে সুইলিং পুলের পাশে পড়ে থাকতে দেখা যায়। রক্তাক্ত অবস্থায় তাকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তার কোমরের নিচের দিকে এক ইঞ্চির একটি গর্ত হয়ে গিয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন।

প্রাথমিকভাবে চিকিৎকরা পুলিশকে জানিয়েছেন, উপর থেকে লাফ দেওয়ার ফলে মৃত্যু হয়েছে বালকের। যদিও ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষা করছে।ওই ওয়েব সিরিজ দেখে কল্পনার জগৎ তৈরি করে বিরাজ ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হওয়ার স্বপ্ন দেখেছিল ছেলেটি। তাই তার মোবাইল পুলিশ ঘেঁটে দেখতে শুরু করেছে। তার বন্ধুদের সঙ্গেও কথা বলা হতে পারে। এই ধরনের কাজ যাতে আর কোনও ছাত্র না করে, তার জন্যই এই উদ্যোগ। কল্পনার আর বাস্তব এক নয় তা নিয়ে সচেতন করতে হবে স্কুলগুলিকে।

Related posts

মেডিকেল কলেজের হোস্টেলে ইঁদুরের আতঙ্ক, ১৭ ছাত্রীর হাত-পা কামড়ে ক্ষত বিক্ষত!

News Desk

কোভিড রোগীরা দেহে বাসা বাঁধছে ভয়াবহ মিউকরমাইকোসিস, সতর্কতা জারি করল ICMR

News Desk

প্রেমের বাঁধন! একে অন্যকে হাতকড়ায় বেঁধে দীর্ঘ সময়ের রেকর্ড যুগলের, কি ঘটল তারপর?

News Desk