দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে গ্রাহকদের জন্য ব্যাপক অফার নিয়ে বাজারে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ৷ প্ল্য়াটিনাম ডিপোজিট (Platinum Deposit Scheme) নামক এই অফারে টার্ম ডিপোজিট ও স্পেশাল টার্ম ডিপোজিটের ক্ষেত্রেও অতিরিক্ত সুবিধা মিলবে বলে জানানো হয়েছে এসবিআইয়ের তরফে। গ্রাহকদের দেওয়া হচ্ছে অতিরিক্ত সুদের মতো সুবিধা। ৭৫ দিন বা ৭৫ সপ্তাহ কিংবা ৭৫ মাসের জন্য এই ডিপোজিট প্রকল্পে টাকা জমা রাখলেই মিলবে অতিরিক্ত সুদ।
এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিট স্কিম এর অন্তগর্ত খুচরো সঞ্চয়ে ০.১৫ শতাংশ পর্যন্ত বেশি সুদ পাওয়া যাবে। এই স্কিমটি সীমিত সময়ের জন্যই রয়েছে (The Scheme is open for limited period only) ৷ প্রকল্পটি শুরু হয়েছে গত ১৫ অগাস্ট ২০২১ (August 15, 2021) চলবে ১৪ সেপ্টেম্বর ২০২১ (September 14, 2021) পর্যন্ত ৷ এই অফার ২ কোটি টাকার খুচরো টার্ম ডিপোজিটের (Term Deposit) জন্য এই বিশেষ ক্যাটাগরিতে সুবিধা পাবেন (non-resident external and non-resident ordinary account holders) ৷
৭৫ দিনের প্ল্যাটিনাম ডিপোজিট: স্টেট ব্য়াঙ্কে ৭৫ দিনের ডিপোজিট খাতে টাকা জমা রাখলে আগে ৩.৯০ শতাংশ হারে সুদ মিলত। বর্তমানে তা ৩.৯৫ শতাংশ হারে মিলবে।
৫২৫ দিনের প্ল্যাটিনাম ডিপোজিট: কোনও ডিপোজিট খাতে ৫২৫ দিনের জন্য টাকা রাখলে আগে ৫ শতাংশ হারে সুদ মিলত। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে সেই খাতে ৫.১০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
২২৫০ দিনের প্ল্যাটিনাম ডিপোজিট: ২২৫০ দিনের জন্য টাকা জমা রাখলে আগে ৫.৪০ শতাংশ হারে সুদ মিলত। বর্তমানে ৫.৫৫ শতাংশ হারে সুদ মিলবে।
প্রবীণ নাগরিকদের জন্য প্ল্যাটিনাম ডিপোজিটে সুদের হার:
৭৫ দিনের ক্ষেত্রে: স্টেট ব্যঙ্ক অব ইন্ডিয়ার ডিপোজিট খাতে প্রবীণ নাগরিকরা টাকা বিনিয়োগ করলে তাদের অতিরিক্ত সুদ দেওয়া হয়। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আরও কিছুটা অতিরিক্ত সুদ দেওয়া হবে। ৭৫ দিনের জন্য টাকা বিনিয়োগ করলে আগে যেখানে ৪.৪০ শতাংশ হারে সুদ মিলত, বর্তমানে তা ৪.৪৫ শতাংশ হারে মিলবে।
৫২৫ দিনের ক্ষেত্রে: আগে প্রবীণ নাগরিকরা ৫.৫০ শতাংশ হারে সুদ পেতেন। স্বাধীনতা দিবসের অফারে এই খাতে তাদের ৫.৬০ শতাংশ সুদ দেওয়া হবে।
২২৫০ দিনের ক্ষেত্রে: এই খাতে প্রবীণ নাগরিকরা ৬.২০ শতাংশ হারে সুদ পাবেন।