Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

গাড়ী থেকে বেরোতেই কোমর থেকে নেমে গেল প্যান্ট! পাপারাত্জিদের সামনে বিব্রত সারা আলি খান

বলিউডে অভিনেতা অভিনেত্রীর যেমন জনপ্রিয়তা রয়েছে তেমনই ষ্টার কিডদের নিয়েও পাগলামি আছে। কখন কোথায় কি করছেন কিসে মেতে আছেন সেখান থেকে যেন চোখ সরাতে পারেন না ফ্যানেরা। অভিনেত্রী সারা আলী খানও সেই একই ভাবে নেটদুনিয়ার হার্ট থ্রব। পর পর হিট ছবি দিয়ে ফ্যানেদের মন জয় করে নিয়েছেন পাতাউদি নাতনি। সোশ্যাল মিডিয়া সবে সময় স্টারকিড দের নিয়ে সরগরম থাকে। এবার হঠাৎ সোশ্যাল মিডিয়া জুড়ে সারা আলী খানের এক ভিডিও নিয়ে মাতামাতি শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল (Viral Video | Sara Ali Khan) হচ্ছে অভিনেত্রীর একটি ভিডিও , যাতে তাঁকে জিমের বাইরে দেখা যায়। তিনি এমন কিছু করেন এ সময় যা ক্যামেরায় ধরা পড়ে যায়। তাঁর সেই ভিডিওটি এই মুহূর্তে তুমুল ভাইরাল (Viral Video | Sara Ali Khan) সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সইফ-কন্যা কী এমন করলেন? যা দেখে পাপারাত্জিদের চোখ কপালে উঠল? আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা উন্মত্ত হয়ে গেলেন!

(এই লিংকে ক্লিক করে ভিডিও দেখুন https://www.instagram.com/reel/CZa_cZHBVxe/?utm_medium=copy_link)

ভিডিওতে (Viral Video of Sara Ali Khan) দেখা যায় যে সারা আলী খান জিমের বাইরে গাড়ি থেকে নেমে আসেন যখন তখন তার শর্টসটি হঠাৎ কিছুটা নিচে পিছলে যায়। পরিস্থিতি বেগতিক দেখে তারপরে তিনি শর্টস ঠিক করতে শুরু করেন ক্যামেরার সামনেই। এর পরে অবশ্য তিনি (Sara Ali Khan) পোজও দেন ক্যামেরার সামনে এবং সেখান থেকে জিমের ভেতরে চলে যান। এদিকে এই ভিডিও (Viral Video) ভাইরাল হতেই সেটি দেখে নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে ট্রোল করতে শুরু করেছেন।

Related posts

পঞ্চাশের ‘তরুণ’ Milind Soman শেয়ার করলেন ডায়েট চার্ট, জেনে নিন ফিটনেসের রহস্য!

News Desk

অনলাইনে মদ অর্ডার করে নাস্তানাবুদ অভিনেত্রী শাবানা আজমি, উগড়ে দিলেন ক্ষোভ

dainikaccess

প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা দিলীপ কুমার, কেমন আছেন তিনি

News Desk