Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নিজের বাগান বাড়িতে সাপ কামড়ালো সালমান খানকে! তড়িঘড়ি নিয়ে ছোটা হল হাসপাতালে

জন্মদিনের আগেই বড়সড় দুর্ঘটনার মুখে সলমন খান (Salman Khan)। পানভেল ফার্ম হাউজে সাপে কামড়াল সলমনকে। রবিবার সকালেই ঘটে দুর্ঘটনাটি। তড়িঘড়ি চিকিৎসার জন্য নিকটবর্তী এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভাইজানকে। আপাতত তাঁকে বিষ নিরোধক ওষুধ দেন ডাক্তারেরা। 

সলমনের খামার বাড়ি পনভেলে। সেখানেই চলছিল আনন্দ উৎসব। কিন্তু রাতে যে এই ভয়ানক ঘটনা ঘটবে তা কে জানত!

সলমনের পরিবার সূত্রে জানা গিয়েছে, জন্মদিন ও ক্রিসমাস যৌথভাবে পালন করতে পানভেলে তাঁর ফার্মহাউজে গিয়েছিলেন সলমন। সেখানেই বাগান সংলগ্ন এলাকায় বন্ধুদের সঙ্গে খোশ গল্পে মেতেছিলেন তিনি। সলমনের বাগান বাড়ি জঙ্গলে ঘেরা। রয়েছে ফ্লোরা ও ফনার সমাহার। সেখানেই বড়দিনের রাতে আচমকাই হাতে কিছু কামড় অনুভব করেন। সলমনের বন্ধুই দেখতে পায় সাপটিকে।

এক মুহূর্ত দেরি না করে ভাইজানকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানেই চিকিৎসা হয় তাঁর। রাত তখন ৩টে। ছয় থেকে সাত ঘণ্টা হাসপাতালে চিকিৎসা চলে তাঁর।

তবে সৌভাগ্য এই যে সাপটি ছিল বিষহীন। নভি মুম্বইয়ের কামোথে এলাকায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল সল্লুভাইকে। বিষক্রিয়া না থাকায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখন নিজের বাড়ি ফিরে বিশ্রামে আছেন তিনি। সাপ বিষহীন কি না তা প্রথম দর্শনেই বোঝা মুশকিল। সঙ্গত কারণেই কামড় খাওয়ার পর আতঙ্ক ছড়ায়। অবশেষে বিপদ কেটে গেছে।

সূত্রের খবর, বহু দিন আগেই খামারবাড়ির কেয়ারটেকারদের বলেছিলেন, ‘‘খামারবাড়িতে প্রচুর সাপখোপ আছে। তোমরা ব্যবস্থা নাও।’’ সেই খামারবাড়ির মালিককেই সাপে কামড়াল শনিবার মধ্যরাতে। তাও আবার তাঁর জন্মদিনের (২৭ ডিসেম্বর) ঠিক আগের দিন। বন্ধুদের সূত্রে জানা যায়, খামারবাড়ির চারধারে প্রচুর জঙ্গল এবং আগাছা রয়েছে। পাখি এবং বিভিন্ন পশুর বাস সেখানে।

Related posts

যেসব স্থানে মহিলাদের ঋতুচক্রের সময় চলে যেতে হয় জঙ্গলের কুঁড়েঘরে! শিউরে উঠবেন অভিজ্ঞতা শুনলে

News Desk

মনপ্রাণ বাবার সেবা করলেও অমিতাভের মায়ের ‘দায়িত্ব’ নিতে সটান না করে সেই নার্স! কেন জানেন?

News Desk

১০ সপ্তাহের মধ্যে নিয়েছেন ৫ টি করোনা ভ্যাকসিনের ডোজ! কাণ্ডে হতবাক চিকিৎসকরা

News Desk