সম্পূর্ণরূপে নির্বাসিত করা হয়েছে ইন্দোনেশিয়ার বালি থেকে রাশিয়ার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর ও তাঁর স্বামীকে। সকলেই হতবাক এই নির্বাচনের কারণে । ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গিয়েছিলেন রাশিয়ার ওই যুগল। সেখানে গিয়ে তোরা নগ্ন হয়ে ফটোশুট করছিলেন একটি সেখানকার পবিত্র গাছের নিচে। এই কারণেই তাদের ইন্দোনেশিয়ার বালি থেকে সম্পূর্ণরূপে নির্বাসিত করা হয়েছে । একেবারে কড়া পদক্ষেপ নেয়া হয়েছে ওই দম্পতির বিরুদ্ধে সেখানকার স্থানীয় সংস্কৃতিক নিয়ম-কানুনের আওতায় । ইন্দোনেশিয়ায় অবাক-করা ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন । ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে আলিনা ফজলিভা নামে রাশিয়ান ওই ইনফ্লুয়েন্সারের।
ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গিয়েচিলিরণ ওই দম্পতি আর তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বালির তাবানান জেলায় ৭০০ বছরের পুরনো একটি বটগাছের নীচে নগ্ন হয়ে ছবি তুলেছে। ছবিটি তুলে দিয়েছিলেন আলিনার স্বামী আন্দ্রে ফজলিভা। ছবিটি ইনস্ট্রাগ্রামে আপলোড হওয়ার সঙ্গেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আলিনার এই ফটোশ্যুট বালির আদি বাসিন্দা এক সম্প্রদায়ের কাছে অপমানজনক বলেই মনে হয়েছে। ওই দম্পতিকে প্রবল চাপের মুখে পড়ে শেষমেশ দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ায় তাঁদের নিষিদ্ধও করা হবে ছ’মাসের জন্য বলে জানানো হয়েছে।
বালির হিন্দু সম্প্রদায়ের সংস্কৃতি অনুযায়ী পবিত্র হিসেবে মানা হয় পাহাড়, গাছ এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানকে। ওয়ান কস্টার বালির গভর্নর জানিয়েছেন, যেখানে ধর্মীয় আবেগ এবং সংস্কৃতি জড়িয়ে আছে, এই ধরনের কাজ সেখানে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। আলিনাও বিষয়টির জন্য অনুতপ্ত। ইনস্টাগ্রামে ক্ষমাও চেয়েছেন তিনি তাঁর কৃতকর্মের জন্য। তিনি জানিয়েছেন, কোনও বোর্ড ওখানে ছিল না, তাই পবিত্র স্থানের বিষয়ে তিনি অবগত ছিলেন না।