টোপ ৫০ হাজার টাকা ধর্মান্তকরণের জন্য । তাতেও রাজি না হওয়ায় এক ব্যক্তিকে ব্যাপক মারধর করা হল । তাৎপর্যপূর্ণ বিযয় হল, নির্যাতিতর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগের তির । মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটনাটি ঘটেছে । জনৈক প্রকাশ নাগেলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগ, কোনও এক গোষ্ঠীর পক্ষ থেকে স্কুটার উপহার দেওয়া হয় তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের। ধর্মান্তকরণ তারপরই করে তারা।
এরপর থেকে তাঁকে ক্রমাগত ধর্মান্তকরণের জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ বছর ৩৬-এর ওই ব্যক্তির। তাঁর আরও অভিযোগ, গত ফেব্রুয়ারি মাস থেকে অনুপম ব্রাদার নামে এক ব্যক্তি ধর্মান্তকরণের জন্য তাঁকে চাপ দিচ্ছিল। নিমরাজি হওয়ায় প্রকাশকে টোপও দেওয়া হয় । তিনি তাতেও রাজি হননি ।
এরপর তাঁর স্ত্রী আসরে নামে। সে ধর্মান্তকরণ করলে স্বামীকে ৫০ হাজার টাকা দেওয়ার টোপ দেয়। তাতেও ওই ব্যক্তি সিদ্ধান্তে অটল ছিলেন । এতেই প্রকাশের স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠে । স্বামীর উপর বাপেরবাড়ির লোকদের সঙ্গে নিয়ে চড়াও হয়। তাঁকে ব্যাপক মারধর করা হয় । পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রকাশের ধর্মীয় গ্রন্থগুলি ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে ।
অভিযোগ পাওয়ার পর পুলিশ নড়েচড়ে বসেছে । দ্বারকাপুরী থানার পুলিশ আধিকারিক সতীশ দ্বিবেদী জানিয়েছেন, ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে প্রকাশের স্ত্রী সহ ১০ জনের বিরুদ্ধে । অভিযুক্তদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, অপরাধমূলক হামলা, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবাগে আঘাত হানা শীর্ষক ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, দেশের মধ্যে ধর্মান্তকরণ বিরোধী আইন প্রনয়ণ হয় , দ্বিতীয় রাজ্যে হিসেবে মধ্যপ্রদেশেই ।