Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সত্যিই কি স্টেডিয়ামে বসে গুটখা চিবাচ্ছিলেন? সামনে এলেন কানপুরের ‘গুটখা ম্যান’!

তিনি মোটেও গুটখা চিবাচ্ছিলেন না। সুপারি খাচ্ছিলেন। কিন্তু সেই সুপারি চিবানোর দৌলতেই তার জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই জানালেন চলতি কানপুরে ভারত-নিউজিল্যান্ড টেস্টের দর্শকাসনে বসে বিখ্যাত বা কুখ্যাত হয়ে যাওয়া ‘গুটখা ম্যান’। তাঁর বক্তব্য, তার মুখে কিছু চিবানোর দৃশ্যটি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর বোনকে উদ্দেশ করে উড়ে আসছে নানা কুমন্তব্য। যিনি কানপুর টেস্টের প্রথম দিনে তার পাশের আসনে বসেছিলেন।

শুরু হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড প্রথম টেস্ট। প্রথম টেস্টের ভেনু কানপুরের গ্রিন পার্ক। ভারত-নিউজিল্যান্ডের টেস্ট চলাকালীন দর্শক আসনের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বৃহস্পতিবার কানপুরে শ্রেয়স আইয়ার এবং রবীন্দ্র জাদেজাের যখন ক্রিজে ব্যাটিং করছিল তখন গ্যালারির দিকে ক্যামেরা তাক করা হয়েছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গ্যালারিতে বসে খেলা দেখতে দেখতে এক ব্যাক্তি গুটখা চিবোচ্ছেন। মুখের ভঙ্গিমা দেখে যে কারো মনে হবে তিনি মুখে গুটখা নিয়েই ফোনে কথা বলছেন। পাশের আসনে বসে আছে এক মহিলা। এই ভিডিওটি সামনে আসা মাত্র সেটি ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় মিমের বন্যা, হাসি-ঠাট্টা। খুব অল্প সময়ের মধ্যেই সারা দেশে পরিচিত মুখ হয়ে যান গুটখা মুখে এই ব্যক্তি। তাঁর নাম হয়ে যায় ‘গুটখা ম্যান’।

স্টেডিয়ামের ভেতরে প্রবেশের সময় জলের বোতল, গুটখা, সিগারেট সম্পূর্ন নিষিদ্ধ। ফলে শোভিতের এই দৃশ্য সামনে আসতেই পুলিশ খোঁজ শুরু করে। সেই কারণে নেটমাধ্যম এবং মানুষজনের সাহায্যও চাওয়া হয়। তাঁকে নিয়ে যখন চার দিকে কলরব, পুলিশ যখন খোঁজ চালাচ্ছে, তখনই সামনে এলেন শোবিত।

সংবাদসংস্থা এএনআই সূত্র অনুযায়ী, ওই ‘গুটখা ম্যান’-এর আসল নাম শোভিত পান্ডে। তার বাড়ি কানপুরের সর্বোদয় নগরের মাহেশ্বরী মহলে। এএনআই কে তিনি জানান, ‘প্রথমত, আমি আমার বক্তব্য পরিষ্কারভাবে জানাতে চাই যে আমি গুটখা খাচ্ছিলাম না। সুপারি খাচ্ছিলাম। আর সেই সময় কথা বলছিলাম ফোনে বন্ধুর সঙ্গে। চাঁদপুর স্টেডিয়ামে সেই বন্ধুও খেলা দেখছিল। তবে অন্য স্ট্যান্ডে ছিল।’ এর পাশাপাশি শোভিত জানান, ‘মাত্র ১০ সেকেন্ড ফোনে কথা বলেছিলাম সেই সময় ক্যামেরা আমার দিকে ঘোরানোয় সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়। যে বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম আমি, সেই আমায় এই জানায় যে ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে। ঝড়ের গতিতে ছড়াতে থাকে ভিডিয়োটি।’

রাতারাতি গুটখা ম্যান হিসেবে ভাইরাল হওয়া শোভিত শুক্রবারও খেলা দেখতে যান। সেদিন অন্য গ্যালারিতে বসেন। তাঁর হাতে ধরা ছিল একটি প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গুটখা খাওয়া ভাল না।’ একটি সাক্ষাৎকারে শোভিত জানিয়েছেন, ‘আমি কোনওদিন গুটখা বা তামাক চিবাইনি। আমি সুপারি খাচ্ছিলাম। যেটাকে বেশিরভাগ সকলে গুটখা বলে ধরে নিয়েছে।’

Related posts

দুই সন্তানের বাবার সাথে পলাতক তিন সন্তানের মা! খুঁজতে গিয়ে প্রেমিককে দেখে পুলিশ হাঁ

News Desk

বন্ধুদের সামনে দিনের পর দিন নগ্ন হয়ে নাচতে বাধ্য করতো স্ত্রীকে! চলত অত্যাচার! গ্রেফতার স্বামী

News Desk

ফের করোনার কবলে নাইট শিবির। সামনে এলো আরও ক্রিকেটারের সংক্রমনের খবর

News Desk