Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নাম সামান্য বদলে ভারতে কি ফিরতে চলেছে পাবজি? পড়ুন

‘ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ এই নাম নিয়েই ভারতের বাজারে আসছে নতুন একটি ভিডিয়ো গেম। যার সাথে যথেষ্ট মিল রয়েছে পাবজির। যদিও গেমটির প্রাথমিক লুক এক হলেও দক্ষিণ কোরিয়ার গেম নির্মাণ সংস্থা ক্র্যাফটন এক বিবৃতিতে জানিয়েছে ‘ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ নামের এই গেমটি পাবজির থেকে অনেকটাই আলাদা। তবে গেমের ফিচারে কিছু মিল অবশ্য থাকার সম্ভাবনা রয়েছে। তবে ইদানীং এই নতুন গেমটি ঘিরে পরপর বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, যার থেকে একি প্রশ্ন বারবার উঠছে, তাহলে কি ফের পাবজিই ফিরছে ভারতে?

আবার-কি-ভারতে-ফিরে-আসছে-পাবজি

গত ১৮ মে গুগল প্লে স্টোরে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটির প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে । সেখানে প্রি-রেজিস্ট্রেশন লিঙ্কের ইউআরএল (URL)- এ ‘পাবজি’ শব্দটি উল্লেখিত রয়েছে। এর আগে পাবজি গেমের জনপ্রিয় ‘স্যানহক’ ম্যাপ হদিশ পাওয়া গিয়েছে ভারতে নতুন আসতে চলা এই ভিডিয়ো গেমে। এবার পাবজি গেমেরই জনপ্রিয় আর একটি ম্যাপ এরাংগেল (Erangel)- এর হদিশ পাওয়া গেল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি তে। তবে গেম প্রস্তুতকারী সংস্থা সামান্য হেরফের রেখেছে ম্যাপের নাম। নতুন গেমে যুক্ত হওয়া নতুন ম্যাপটির নাম হল Erangle, অর্থাৎ এটি কিছুটা আলাদা Erangel বানান টির থেকে। কিন্তু পাবজি গেম এর সাথে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটির এত মিল দেখা দেওয়ায় ইতি মধ্যেই জল্পনা শুরু হয়েছে ভারতে। তাহলে কি সামান্য কিছু অদল বদল ঘটিয়ে ফের ভারতে ফিরে আসতে চলেছে পাবজি।

প্রসঙ্গত লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর দুর্ধর্ষ লড়াই হয়। এতে ভারতের বেশ কিছু জওয়ান শহীদ হওয়ার পরই চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সেই তালিকাতেই ছিল পাবজি মোবাইল ইন্ডিয়ার নামও। সেই মতন ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতে নিষিদ্ধ হয়েছিল পাবজি মোবাইল ইন্ডিয়া নামের গেম টি । এরপরই লোকসানের মুখে পড়ে গেমের নির্মাণ সংস্থার পরিবর্তন হয়। চিনা সংস্থা থেকে দায়িত্বভার যায় দক্ষিণ কোরিয়ার একটি সংস্থার হাত।

Related posts

কোটিপতির ৬ কোটির নোংরা প্রস্তাব ফিরিয়ে দিলেন সুন্দরী মডেল! কি প্রস্তাব শুনলে অবাক হবেন

News Desk

রোজ ঝগড়া হতো প্রেমিক-প্রেমিকার! পরিণতি যে এতো বিভৎস হবে কে জানতো? পুলিশও হতবাক

News Desk

অফিসের বসের উপর ঝাল মেটাতে তেলের ডিপোয় আগুন দিল মহিলা কর্মী! পুড়ে ছাই কোটি কোটির সম্পত্তি

News Desk