Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

তাহলে কি এই বছরের মত বাতিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? কি ভাবে হবে রেজাল্ট

মাধ্যমিক উচ্চ-মাধ্যমিক প্রায় বাতিলের পথে; রেজাল্ট কি ভাবে তৈরি হবে? করোনা আবহে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে পরীক্ষা নেওয়া ; মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শেষ পর্যন্ত বাতিলের পথেই । করোনা পরিস্থিতিতে দুটি পরীক্ষা চলতি বছরে হবে কিনা; তা নিয়ে পরীক্ষার্থীরা-অভিভাবকরা দীর্ঘদিন ধরেই সংশয়ে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কয়েকদিন আগে; জুলাইয়ে হবে উচ্চ-মাধ্যমিক ও আগস্টে মাধ্যমিক। ফলে অভিভাবক ও পড়ুয়ারা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তারপরেই এই নিয়ে সিদ্ধান্ত নিতে; মুখ্যমন্ত্রী মমতা কমিটি গঠন করেন । জল্পনা শোনা যাচ্ছে;দুই পরীক্ষা বাতিলের পথেই । যদিও এখনও এবিষয়ে রাজ্যের তরফে; কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

তাহলে কি এই বছরের মত বাতিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? কি ভাবে হবে রেজাল্ট

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় ঘোষণার পরই; প্রধানমন্ত্রী মোদী CBSC পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন করোনা পরিস্থিতি বিবেচনা করে । পরবর্তীতে আবার ISC পরীক্ষাও বাতিল করা হয় । এদিকে রাজ্যের দুই পরীক্ষা কীভাবে হবে; একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় তা নিয়ে। রাজ্যের স্কুলশিক্ষা সচিব মণীশ জৈন ছয় সদস্যর বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন;।

মধ্যশিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস; নেতাজি মুক্ত বিদ্যালয়ের উপাচার্য, শুভঙ্কর সরকার; শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন, অনন্যা প্রধান, জি কে ঢালি এবং ইনস্টিটিউট অফ সাইক্রিয়াট্রির ডিরেক্টর, প্রদীপ সাহা এই কমিটিতে রয়েছেন।

কমিটির সদস্যরা টানা দুদিন দফায় দফায় বৈঠক করেন । ইতিমধ্যেই রিপোর্টও তৈরি হয়ে গিয়েছে। তাতে কী রয়েছে ? জানা যাচ্ছে,করোনা আবহে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের নিয়ে পরীক্ষা নেওয়া কোনরকমেই সম্ভব নয়; হলেও সেটা প্রচণ্ড ঝুঁকির হয়ে যাবে বলে কমিটি জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বিপুল পরিমাণ পড়ুয়াদের; স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হলে। তাই দুটি পরীক্ষাই বাতিলের সুপারিশ করা হয়েছে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে।

এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের ফাইনাল মার্কশিট নবম শ্রেণির রেজাল্টের ভিত্তিতেই; তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা করোনার জেরে; একাদশের পরীক্ষাও দিতে পারেনি। সেই কারণে তাদের জন্য; বাড়িতেই পরীক্ষা নেবার পরামর্শ দেওয়া হয়েছে নেট মাধ্যমে।মার্কশিট তৈরি করা যেতে পারে তার ভিত্তিতে । তবে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন ।

Related posts

৫০০০ জনকে শয্যাসঙ্গী বানিয়েছেন এই কিংবদম্তী তারকা! ফাঁস করলেন তারই ছেলে

News Desk

এই রাজ্যের নতুন স্কিম! বিয়ে করলেই দেওয়া হবে কন্ডোম সহ কিট! উদ্দেশ্য চমকপ্রদ

News Desk

চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে সফর, আচমকাই ফসকালো হাত… তারপর..

News Desk