Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পোস্ট অফিসের এই স্কিমে মেলে ভবিষ্যৎ সুরক্ষিত করার সুযোগ, মাত্র ৫ বছরেই কয়েক লক্ষ টাকা!

ভবিষ্যৎ এর জন্য নয়া সেভিংস স্কিমের নিয়ে এসেছে ভারতীয় পোস্ট অফিস৷ ১০ বছর বা তার বেশি বয়সী যে কোনও মাইনরের অর্থাৎ ১৮ বছরের কম বয়সীদের এর নামেই এবার পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা যাবে। সবথেকে বড় কথা, ১০ বছরের বেশি বয়স হলেই বাচ্চাটি নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে এক্ষেত্রে বাচ্চাটিকে গাইড করার জন্য প্রয়োজন একজন অভিভাবকের।

পোস্ট অফিসের ‘ Monthly Income Scheme’ বা MIS একটি বহুল প্রচলিত সঞ্চয়ী প্রকল্প। সারা দেশ জুড়ে যেখানে ব্যাঙ্কগুলি তাদের সঞ্চয়ী প্রকল্প তথা স্থায়ী আমানতের ( Fixed Deposit বা FD) থেকে সুদের হার কমাচ্ছে, সেখানে পোস্ট অফিস এখনও সঞ্চয়ী প্রকল্পের উপর বড় অঙ্কের সুদের হার বজায় রেখেছে। বর্তমানে এই MIS প্রকল্পে বার্ষিক সুদের হার 6.6%। যা একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের তুলনায় বেশি। দ্বিতীয়ত, MIS আদ্যন্ত নিরাপদ ও সুরক্ষিত একটি প্রকল্প। এই প্রকল্পে টাকা রাখলে টাকা হারানোর বা অন্য কোনওভাবে প্রতারিত হওয়ার ভয় নেই।

this scheme from postoffice giving double return on investment

বর্তমানে মূলত 4 ধরণের লোকজন MIS অ্যাকাউন্ট খুলতে পারে পোস্ট-অফিসে। এই 4 ধরণের লোকজনের মধ্যে 10 বছরের বেশি বয়স্ক যারা তারাও আছে। উল্লেখ্য 10 বছরের বেশি যাদের বয়স তারা নিজেরাই নিজেদের নামে অ্যাকাউন্ট খুলতে পারে। এছাড়া প্রাপ্তবয়স্ক নয়, এমন যে কোনও কারুর স্থানীয় অভিভাবক তার সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রাপ্তবয়স্করা সিঙ্গল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আবার তিনজনে একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টেও টাকা রাখতে পারেন।

অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ১০০০ টাকা প্রয়োজন। সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৪.৫০ লাখ টাকা এবং যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লাখ টাকা অবধি রাখা যেতে পারে। মনে রাখতে হবে, টাকা জমা দেওয়ার 1 বছরের মধ্যে সেই টাকা তোলা যায় না। অ্যাকাউন্ট যদি আপনি খোলার 1 বছরের মধ্যে ও 3 বছরের আগে বন্ধ করে দেন, সেক্ষেত্রে আপনার মূল পুঁজির 2% কেটে নেবে পোস্ট অফিস। 3 বছরের মধ্যে ও 5 বছরের আগে যদি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে ওই টাকা কেটে নেওয়ার হার হবে 1%। যদি ম্যাচুরিটির আগেই অ্যাকাউন্টের মালিক মারা যান, সেক্ষেত্রে অ্যাকাউন্ট নিজে থেকেই বন্ধ করে দেয়া হবে, ও টাকা অ্যাকাউন্ট মালিকের আইনত উত্তরসূরিদের হাতে পৌঁছে দেওয়া হবে।

Related posts

আজব ঘটনা! আমাজনে পাসপোর্ট কভার অর্ডার করে তার ভেতর থেকে আসল পাসপোর্ট পেলেন যুবক!

News Desk

উপহার দেওয়া স্মার্টফোন ফেরত দিতে অস্বীকার প্রেমিকার! ক্ষিপ্ত হয়ে যা করলেন প্রেমিক

News Desk

নিজের ৫ কন্যা সন্তান, অন্যকে ছেলে জন্ম দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া তান্ত্রিক গ্রেফতার!

News Desk