Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দুই স্ত্রীকে একই সঙ্গে গর্ভবতী করতে চেয়েছিলেন ব্যক্তি! সোশ্যাল মিডিয়া ভাইরাল কাহিনী!

স্বামী-স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সর্বাধিক ঘনিষ্ঠ সম্পর্ক গুলির মধ্যে অন্যতম। এই সম্পর্কে তৃতীয় ব্যক্তির ঢুকলে দেখা যায় সম্পর্কের অবনতি হয়। অশান্তি হয়। সেটাই স্বাভাবিক। কিন্তু আজ যে দাম্পত্যের গল্প এখানে বলা হবে সেখানে এক যুগল নিজেদের ইচ্ছাতেই সম্পর্কে তৃতীয়জনের অন্তর্ভুক্তি করেছেন। বর্তমানে তারা তিন জনেই বিবাহিত, সুখী দাম্পত্য কাটাচ্ছেন। এই ধরনের সম্পর্ক কে বলা হয় বহুগামী সম্পর্ক। তিনজনকে একসাথে পলিমোরাস থ্রাপল (Polyamorous throuple) বলা হয়। অর্থাৎ যেখানে কোন প্রেমিক প্রেমিকা বা দম্পতির ইচ্ছাতে আরও ব্যক্তি তাদের সাথে সম্পর্কে জড়ায়।

তাদের এই সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার বেশ সমাদৃত। জানা গেছে তাঁরা একে অপরের সাথে মিলেমিশে জীবনের সব সিদ্ধান্ত নেন। এমনকি ওই ব্যাক্তি জিমি জানিয়েছিলেন তিনি তার উভয় স্ত্রীকে একসাথে গর্ভবতী করতে ইচ্ছুক। যাতে দুই স্ত্রী একই সাথে এই গর্ভবস্থার আনন্দ উপভোগ করতে পারে।

ইনস্টাগ্রামে এই ব্যক্তির দুই স্ত্রীর মধ্যে কে প্রেগন্যান্ট সেই কথা ঘোষণা করেছেন৷ ৩৪ বছরের জিমি দুই স্ত্রী চাচা যার বয়স ৩২ এবং সমর যার বয়স ২৮ বছর একটি উভমুখি সম্পর্কে আছেন। চাচা bisexual হওয়াতে তার ইচ্ছাতেই তাদের সম্পর্কে সমর আসেন। দুইজনে একসাথে গর্ভবতী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বাজিমাত করেছেন প্রথম স্ত্রী। অর্থাৎ চাচা প্রেগন্যান্ট হন। কিন্তু তাতে একই রকম খুশি জিমি আর সমর।

লক্ষ লক্ষ মানুষ ইনস্টাগ্রামে এই থ্রাপলকে শুভেচ্ছায় ভরিয়ে জানিয়েছেন ৷ সকলে এই তিনজনকে একসঙ্গে এই ভাবেই মিলেমিশে থাকার পরামর্শ দিয়েছেন ৷

জিমি তাঁর সঙ্গীর গর্ভাবস্থায় অত্যন্ত খুশি হয়েছিলেন গিয়েছে বর্তমানে এই তিনজন মিলে এক পুত্র সন্তান কে বড় করছেন ৷

প্রসঙ্গত জিমি, একজন মার্কেটিং ডিরেক্টর। হাই স্কুলে পড়ার সময় তার পরিচয় হয় চাচা-এর সাথে। সময় ছিল এপ্রিল 2009। একজন মিউচ্যুয়াল বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল যা পরে প্রেমের সম্পর্কের রূপ নেয়। তাদের সম্পর্ক দ্রুত এগোয় এবং তাদের সম্পর্কের তিন বছর পরে তাদের সাথে দেখা হয় সামারের এবং উভয়েই তার প্রেমে পড়ে যায়। এইভাবে ঘনিষ্ঠ সম্পর্কের গড়ে ওঠার কয়েক মাস পরে, তারা আনুষ্ঠানিকভাবে 2012 সালে ডিসেম্বর মাসে একটি বহুমুখী সম্পর্ক তৈরি করার সিদ্ধান্ত নেয়।

সম্পর্কে সমর আসার পরে জিমি দুই নারীকেই এক সাথে বিয়ের প্রস্তাব দেন ৷ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তিনজনে একসাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের হাজার হাজার অনুরাগীর সঙ্গে বিয়ের লাইভ স্ট্রিমিং করেন তাঁরা৷

এরপরেই তাদের দাম্পত্য বিষয়ক সব কিছুই তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন ৷ বর্তমানে এই তিনজন একই সঙ্গে বেশ সুখেই সময় কাটাচ্ছেন।

Related posts

প্রেমিকের জন্মদিন থেকে ফিরে রাতে মৃত্যু নাবালিকার! যুবকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের

News Desk

রাগের মাথায় একই পরিবারের ৬জন কে কামড়ে জখম করলেন যুবক! কেন জানলে অবাক হবেন

News Desk

প্রথমবার দেখা করেই প্রেমিককে ছুরিকাঘাত করল তরুণী! বললেন ‘দেশের জন্য এ কাজ করেছি’

News Desk