Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ইয়াস পরবর্তী বাংলায় আসছেন নরেন্দ্র মোদী

সর্ব শক্তি নিয়ে ওড়িশা বাংলা সীমান্তে আছড়ে পড়েছিল ইয়াস। মুলত ওড়িশার বালাশোরে ল্যান্ডফল করলেও পুর্ব মেদিনীপুর এবং দক্ষিন ২৪ পরগনায় যথেষ্ট তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়। দিঘা, শংকরপুর, তাজপুর, উদয়পুর ইত্যাদি জায়গা কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে ইয়াস এর প্রভাবে।

ইয়াস পরবর্তী বাংলায় আসছেন নরেন্দ্র মোদী

রাজ্য সরকার তরফে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ে প্রভূত ক্ষতি হয়েছে। আমপানের মত না হলেও বহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ইয়াস ঘূর্ণিঝড়ে। জলমগ্ন বহু এলাকা। কেন্দ্রের তরফে এই নিয়ে কি ভাবনা চিন্তা? প্রধানমন্ত্রী কি আসছেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমপানের পর বাংলায় এসে দুর্গত এলাকা পরিদর্শন করেছিলেন।তাঁর আসা নিয়ে জল্পনা ছিলই ইয়াসের পর । বৃহস্পতিবার দুপুরে জানা গেল, আগামিকাল, শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষয়ক্ষতি দেখতে আসছেন প্রধানমন্ত্রী ওড়িশা ও পশ্চিমবঙ্গে ।

আগামিকাল ওড়িশার ভুবনেশ্বরে প্রধানমন্ত্রী প্রথমে যাবেন। সেখানে তাঁর পর্যালোচনা বৈঠক রয়েছে। তার পর আকাশপথে বালাশোর, ভদ্রক ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি প্রধানমন্ত্রী পরিদর্শন করবেন। কলাইকুন্ডায় বায়ুসেনার ঘাঁটিতে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে তিনি পর্যালোচনা বৈঠক সারবেন।

শুক্রবার কপ্টারে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই ঘোষণা করেছেন। তার পর তাঁর পর্যালোচনা বৈঠক হিঙ্গলগঞ্জ ও সাগরে। সেখান থেকে পূর্ব মেদিনীপুর চলে যাবেন। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিঘায় পর্যালোচনা বৈঠক করবেন। গতবছর আমপানের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী কপ্টারে ছিলেন। তবে এবার কি মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী, তা এখনও স্পষ্ট নয়।

Related posts

নীরব ঘাতক হ্যাপি হাইপোক্সিয়া অতর্কিতে উপসর্গহীন আক্রান্তদের প্রাণ কাড়ছে কোভিড এর দ্বিতীয় ঢেউয়ে!

News Desk

তালিবানি হামলার কারনে ভারতীয়দের অবিলম্বে আফগানিস্তান ছাড়তে নির্দেশ কেন্দ্রের, বিশেষ বিমানের ব্যবস্থা!

News Desk

এই রেস্তোরাঁয় গেলেই মিলবে সানি লিওনি-মিয়া খলিফা, জানেন কোন রেস্তোরাঁ! রইল হদিশ

News Desk