Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ফোনে আলাপ ফটোগ্রাফারের সঙ্গে, স্কুলে যাওয়ার পথে দেখা করে মর্মান্তিক পরিণতি কিশোরীর

ফোনে পরিচয়, কিন্তু কার সাথে আলাপ করছেন, তার আসল উদ্দেশ্যই বা কি তার আঁচ পাননি বছর ১৪ এর নাবালিকা। যার ফল হল ভয়াবহ। স্কুলে যাওয়ার পথে দেখা করে বছর ১৪ নাবালিকাকে (14 years old minor girl) নির্জন এলাকায় ডেকে নিয়ে গেলেন ফোনে আলাপ হওয়া সেই বিয়ের ফটোগ্রাফার। সুযোগ বুঝে একাধিকবার সেই কিশোরীকে ধর্ষণ (Photographer Raping minor girl) করেন বলে অভিযোগ পেশায় বিয়ে বাড়ির ফটোগ্রাফার অভিজিৎ কর্মকারের বিরুদ্ধে। গতকাল রবিবার বিকেলে অভিযুক্ত ওই যুবকের শাস্তির দাবিতে দেগঙ্গা থানায় (Deganga Police Station) লিখিত অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। যৌন নির্যাতনের মুখে পড়া ওই ছাত্রীর পাশে দাঁড়িয়েছে এলাকার মহিলা নেত্রীও। জানা গেছে অভিযুক্ত ওই যুবক অভিজিৎ কর্মকার পালিয়ে গিয়েছেন। বর্তমানে গা ঢাকা দেওয়া অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগ তার মেয়ের ফোনে পরিচয় অভিযুক্ত যুবকের সাথে, ছাত্রীটির স্কুল যাওয়ার পথে গত শুক্রবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুলে নিয়ে যায় একটি নির্জন বাড়িতে সেখানে একাধিকবার রেপ (Rape) করে যুবক ঘড়ের দরজা বন্ধ করে। পরিবারের সদস্যরা মেয়ে স্কুলে গিয়ে বাড়ি ফিরছে না দেখে চিন্তায় পড়ে যায়।

বিকালে বাড়ি ফিরে , ওই নাবালিকা অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারের কাছে খুলে বলে। অভিযুক্ত ফটোগ্রাফারের বাড়িতে এই ব্যাপারে কথা বলতে গেলে সেখান থেকে হুমকি দেওয়া হয় ঘটনা চেপে যাওয়ার কথা বলে। এমনটাই অভিযোগ কিশোরীর পরিবারের। কিন্তু যখন নাবালিকার অবস্থা আশঙ্কাজনক হয়ে যায় তখন স্থানিয় বিশিষ্টজনদের জানাতেই তাদের সাথে এসে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আজ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

Related posts

সুখবর! মোদী সরকার তরফে মেয়ের বিয়ের জন্য দিচ্ছে ৫১ হাজার টাকা

News Desk

সাতপাকে ঘোরার সময় আচমকাই বিয়ে করতে অস্বীকার করল কনে! এমন কি ঘটল

News Desk

আবারও রেকর্ড করলো দেশ , দুহাজারের ঘরে দৈনিক সংক্রমণ, কমলো মৃত্যুহারও

News Desk