Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কনের সাজে বিয়েবাড়ীতে কে! বিয়ের মণ্ডপে কনের ওড়না সরাতেই আঁতকে উঠলেন সকলে

সোশ্যাল মিডিয়াতে সব সময় অনেক কিছুই শেয়ার হতে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হল বিয়ে সম্পর্কিত নাচ, গান উল্লাস, বিয়ের মরশুম মানেই অনেক কিছু শেয়ার হবে সমাজ মাধ্যমে। এই পৌষ মাস পেরোলেই তেমনই এক বিয়ের মরশুম শুরু হবে মাঘ মাসে। তাছাড়া কোভিড বিধি বিয়ের ক্ষেত্রে কিছুটা লঘু হয়েছে এখন তাই বিয়ে বাড়িতে অতিথি দের বেশ আপ্যায়ন করতেও পারবে। কিন্তু যদি পাত্রীর বদলে পাত্রীর প্রেমিক কনে সেজে হাজির হয়! তখন কি হবে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি ভাইরাল হয়েছে।

কনের জন্য বিয়ের মণ্ডপে অপেক্ষা করছিলেন বর। কনেও লাজুক ঘোমটা পরে কিছুক্ষণ পর মণ্ডপে এলেন। তবে তোলপাড় শুরু হয় আসল বিষয়টি প্রকাশ্যে আসতেই । আসলে একটি ছেলে মণ্ডপে কনের সাজে বসে ছিল। ভাইরাল হয়ে যায় এরই ভিডিও ।

উত্তরপ্রদেশের ভাদোহিরে ঘটনাটি ঘটেছে। বলা হচ্ছে, প্রেমের পরিসমাপ্তি ঘটেছে বিয়েতে। জানা গিয়েছে, পাত্রীর প্রেমে পড়েছিল এই ছেলেটি। কিন্তু বিয়েতে রাজি হয়নি পরিবার। এ কারণে অন্য কারওর সঙ্গে মেয়েটিকে বিয়ের আয়োজন করা হয়। এর পর প্রেমিক কনের সাজে মেয়েটির সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু তাঁকে বধূ ভেবে মণ্ডপে বসিয়ে দেয় লোকেরা।

তবে কনের ওড়না খুলে ফেলে মেয়ের পরিবারের সন্দেহ হলে। এর পরই সামনে আসে গোটা বিষয়টি। ব্যর্থ হয় ছেলেটির পরিকল্পনা। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ভাইরাল হচ্ছে। লোকজন পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে ছেলেটিকে ঘিরে ধরে। সে কেবল তার বান্ধবীর সাথে দেখা করতে চায় এমনটাই ছেলেটি বলেছিল। কিন্তু সেখান থেকে পালিয়ে যায় ছেলেটি পুলিশ আসার আগেই।

Related posts

খোলামেলা পোশাকে আলোড়ন, দেখে আঁতকে উঠেছিলেন নুসরাতের বাবা-মা! কী বলেছিলেন মেয়েকে

News Desk

কড়াইতে তেল দিয়ে অপেক্ষা করেন ধোঁয়া না ওঠা অবধি? ওত পেতে আছে ভয়ঙ্কর বিপদ

News Desk

মাঝ আকাশে জানতে পারলেন করোনা পজিটিভ, তিন ঘণ্টা বিমানের বাথরুমে রইলেন মহিলা

News Desk