Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভারতের এই অদ্ভুত গ্রামে মানুষের নাম কংগ্রেস, বিজেপি, সিপিএম! আছে প্রধানমন্ত্রী–‌রাষ্ট্রপতিও

ভারতের রাজস্থানের এই গ্রামটি আকার আয়তনে খুব একটা বড় নয়। বেশ ছোটো এই গ্রামটি। তবে কি নেই এই গ্রামে! রয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও এমনকি হাইকোর্টও। কংগ্রেস আছে। এই গ্রামে উপস্থিত রয়েছে সোনিয়া, রাহুল আর প্রিয়াঙ্কাও। গ্রামে আছেন আইজি থেকে কালেক্টর আছেন। না নতুন দিল্লীর না আমরা কথা বলছি রাজস্থানের একটা গ্রামের ব্যাপারে। কিন্তু এমন নক্ষত্র সমাবেশ!‌ শুনলে অবাক হওয়ারই কথা।

না আপনি যেটা ভাবছেন সেটা নয়। ভাববেন না এরা সকলে উপস্থিত আছে। সবই হল সেই গ্রামের বাসিন্দাদের নাম। কারও নাম রাখা হয় প্রধানমন্ত্রী তো কারও নাম রাষ্ট্রপতি। কারও নাম হাইকোর্ট তো কারও নাম কংগ্রেস। এভাবেই অদ্ভুত ভাবে নাম রাখতে অভ্যস্থ সেই গ্রামের গ্রামবাসীরা। কোথায় আছে এই গ্রাম?
রাজস্থানের বুন্দি জেলা সদর মাত্র দশ কিলোমিটার দূরেই অবস্থিত এই গ্রাম যার নাম রামনগর। এই গ্রামে বসবাস করেন প্রায় ৫০০ লোক। এই গ্রামে শিক্ষার আলো সেই ভাবে নেই। টাকা পয়সার দিক থেকেও অনেকটাই পিছিয়ে আছে এই গ্রাম। এহেন গ্রামবাসীর নামকরণের জন্যই শিরোনামে উঠে এসেছে এই গ্রাম। যে যখন কোথাও যান, বা কিছুর ব্যাপারে শোনেন বা যে জিনিস তার মনে দাগ কাটে তাই দিয়েই ছেলে মেয়ে বা পরিবারের সদস্যদের নামকরণ করে দেন।

এখানকার গ্রামবাসীদের মধ্যে সেই ভাবে প্রথাগত নাম রাখার চল নেই। এখানকার লোকজনদের কথায় কোথায় লেখা আছে যে বাচ্চাদের নাম হাইকোর্ট রাখা যাবে না। বা
কোন সংবিধানে উল্লেখ আছে যে কারও নাম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রাখা যাবে না?‌ যেমন- এক শিশু জন্ম নেওয়ার ঠিক আগেই তার দাদু হাইকোর্টে এক কেস যেতেন। সেই খুশিতে সদ্য জন্মানো নাতির নাম রেখে দিলেন হাইকোর্ট।
ব্যাস, সেই থেকে নাতি খাতায় কলমে হয়ে গেল হাইকোর্ট। একজন ইন্দিরা গান্ধীকে পছন্দ করতেন। ছেলের নাম রাখলেন তার পার্টি কংগ্রেসের নামে। ব্যাস, তারপর থেকে ওই পরিবারে যতজন জন্মায়, কারও নাম হয় সোনিয়া, কারও নাম রাহুল, কারও নাম প্রিয়াঙ্কা।
রাজস্থানে এই অদ্ভুত নামকরণের হুজুগ নতুন নয়। এই গ্রামের কাছাকাছি আরেকটি গ্রাম আছে যার নাম বরগনি। হনুমন্তপুরার কথা আরো হতচকিত করবে। এই গ্রামে বানজারা সম্প্রদায়ের বাস। তাঁরা গ্রামের ছেলে মেয়ের নাম রাখেন মোবাইলের নাম দিয়ে। কারও নাম নোকিয়া, তো কেউ স্যামসাং। মোবাইল কোম্পানির বাইরে নাম হয় অ্যান্ড্রয়েড, সিম কার্ড, মিসড কল ইত্যাদি নানা নাম। ‌কাছাকাছি আরো একটি গ্রাম আছে যার নাম আর্নিয়া। এখানে আবার নানা নামকরণে প্রাধান্য পায় মিস্টির নাম। যেমন জিলেবি, মিঠাই, নামকিন।

Related posts

পর্নে আসক্ত অটো চালক! তাই বলে পর্ন দেখে স্ত্রীর সাথে এমন কাণ্ড ঘটাবেন? শুনে স্তম্ভিত সকলে..

News Desk

বিয়ে করে লুটে নিত পাত্রের যথাসর্বস্ব! লুটেরি দুলহান গ্যাং – এর কাহিনী হার মানাবে সিনেমা কে

News Desk

কলকাতার বুকেই রয়েছে প্রশান্তময় জাপানি বৌদ্ধ মন্দির! কোথায় জানেন

News Desk