আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India Customer) গ্রাহক? তাহলে এখনই সতর্ক হন। ৩০শে জুনের মধ্যেই এই গুরুত্বপূর্ন এই কাজটি ইতিমধ্যেই না সারলে বন্ধ হবে লেনদেন, এমনকি ব্লক হতে পারে অ্যাকাউন্টও।
তাই আপনি এস বি আই (SBI) – এর গ্রাহক হলে এই বিষয়ে বিশদ তথ্যটা জানা অত্যন্ত জরুরি।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৩০ শে জুন , ২০২১ এর মধ্যে প্যান কার্ড (PAN) এবং আধার কার্ড (Aadhaar) লিঙ্ক (Link) করতেই হবে সমস্ত গ্রাহক৷ নইলে পরে লেনদেনে ব্যাপক সমস্যার সন্মুখীন হবেন গ্রাহকেরা। সমস্যায় পড়তে হতে পারে প্রায় ৪৪ কোটি গ্রাহক কে।
যদি আগামি ১০ দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি না সারেন তাহলে আপনার ব্যাক্তিগত সচল অ্যাকাউন্টেও খারাপ প্রভাব পড়বে ৷ তাই এসবিআইয়ের (SBI) পক্ষ থেকে তাদের ৪৪ কোটি গ্রাহককে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) – এর পক্ষ থেকে একটি ট্যুইটে জানানো হয়েছে প্যান ও আধার লিঙ্ক বাধ্যতামূলক ৷ প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না থাকলে ভবিষ্যতে একাধিক জটিল সমস্যার মুখোমুখি হতে হবে, তাই এখনই কাজটি করা অত্যন্ত প্রয়োজনীয়।
এমনকি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক (Pan-Aadhaar Linking) না করলে , ভারতীয় দণ্ডবিধির 234H ধারা অনুযায়ী সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
এই সমস্ত কারণে এসবিআইয়ের (SBI) পক্ষ থেকে তাদের প্রতিটি গ্রাহকেরা কাছে আবেদন করা হয়েছে KYC প্রক্রিয়া সম্পন্ন করতে ৷ তারা আরও জানিয়েছে গ্রাহকদের KYC আপডেট করতে হলে আর ব্যাঙ্কে যেতে হবেনা।