Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দাঁত দিয়ে দোকান উদ্বোধনের ফিতে কেটে ভাইরাল পাকিস্তানের মন্ত্রী! সোশ্যাল মিডিয়াতে হাসির রোল

কাঁচি নয়, দাঁত দিয়ে ফিতে কেটে দোকান উদ্বোধন করলেন পাকিস্তানের এক মন্ত্রী। যা দেখে নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে। কেউ বলছেন, ‘মনে হয় দাঁত দিয়ে ফিতে কাটার কারণ এটাই যে আদতে দাঁত এবং কাঁচির মধ্যে কোনও তফাত নেই।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘আমি এভাবে সসের প্যাকেট কাটি।’ কেউ কেউ আবার বলছেন ‘ডাবর লাল দাঁতের মাজনের কামাল’। তো কেউ আবার বলেছেন, ‘বাহ! এ রকমই মন্ত্রী দরকার।’

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে একটি ইলেকট্রনিক্সের দোকান উদ্বোধনে গিয়েছিলেন কারামন্ত্রী ফৈয়জ-উল-হাসান চৌহ্বান (Fayyaz-ul-Hassan Chohan)। ফিতে কাটার জন্য হাতে বাড়াতেই তাঁকে কাঁচি এগিয়ে দেওয়া হয়। হলুদ পাঞ্জাবী পরিহিত মন্ত্রীকে ঘিরে ঘরেছিলেন অনুরাগীরা। মন্ত্রী কাঁচি দিয়ে ফিতে কাটার চেষ্টা করেন। কিন্তু ফিতে না কাটায় মন্ত্রী আর অপেক্ষা করেননি। উপস্থিত সকলকে চমকে দিয়ে তিনি ফিতেটা ধরে দাঁত দিয়ে কাটা শুরু করে দেন। বেশ কয়েক বার চেষ্টার পর সফলও হলেন।

দাঁত দিয়ে ফিতে কেটে উদ্বোধনের এমন দৃশ্য খুবই বিরল। যা নিয়ে নেটদুনিয়ায় বিপুল চর্চা হচ্ছে। অনেকে কৌতুকের সুরে বলেছেন, বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন পাক মন্ত্রী। এই মজার ছলে ফিতে কাটার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দাঁত দিয়ে ফিতে কাটার পর হাসি ধরে রাখতে পারেননি মন্ত্রী নিজেও। তিনি নিজেই এই ভিডিয়োটি শেয়ার করেছেন। কেন দাঁত দিয়ে ফিতে কেটেছেন, সেই বিষয়টিও বিস্তারে জানিয়েছেন এই পাক মন্ত্রী। তিনি জানান, কাঁচিটিতে কোনও ধার ছিল না। তিনি টুইটে লেখেন, ‘নিজের কেন্দ্রে অভিনব পদ্ধতিতে দোকান খোলার স্টাইল!’ মালিক ‘নতুন বিশ্ব রেকর্ড’ তৈরি করেছেন, ঠাট্টার ছলে এমনটাই বলেন তিনি।

Related posts

ভাম বিড়াল মেরে মাংস খাওয়ার জন্য পোড়াচ্ছিল তিন যুবক, হাতে নাতে পড়ল ধরা

News Desk

নির্জন দ্বীপে ঝুলছে মুণ্ডহীন, হাত-পা কাটা অসংখ্য পুতুল! জানেন এই রহস্যে ঘেরা মৃত পুতুলের দ্বীপের খোঁজ?

News Desk

প্রেমের জালে ব্যবসায়ীকে ফাঁসিয়ে অজুহাতে বাড়িতে ডেকেই নিজের কাপড় খুলে ফেলল মহিলা… তারপর

News Desk