Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বর্ষ বরণের রাতে জনৈক ব্যাক্তির অর্ডার ৮০টি কন্ডোম! কেমন পার্টি চলছে, প্রশ্ন নেটিজেনদের

বিদায় জানাচ্ছে ২০২১ সাল, আসছে নতুন বছর। বর্ষবরণের রাতে অনেকেই তাই মেতে উঠেছেন আনন্দ ফুর্তিতে। পার্টি করতে মাতোয়ারা সকলে। আর সেই সীমাহীন আনন্দ ফুর্তির এক অদ্ভুত নজির এর প্রমাণ মিলেছে সোশ্যাল মিডিয়ায় বা বলা ভালো টুইটারের এক টুইটে। কিভাবে? একটি টুইটে উঠে এসেছে বছরের শেষ দিনে পার্টিতে মেতে ওঠার সময় বেশিরভাগ মানুষের কোন কোন জিনিসের দরকার পড়েছে! কিন্তু মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে কিভাবে মিলল সেই পরিসংখ্যান। সোশ্যাল মিডিয়া টুইটারে একটি ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপ নিজেদের ডেলিভারির পরিসংখ্যান জানিয়েছে। তার থেকেই মিলেছে নানা মজাদার তথ্য সব।

‘ব্লিংকইট’ নামের প্রতিষ্ঠানের কর্ণধার দীপিন্দর গোয়েল টুইটারে জানিয়েছে তাদের অ্যাপ থেকে, বর্ষ বরণের রাতে কোন কোন জিনিস কতোটা কতোটা পরিমাণে ডেলিভারি হয়েছে। 

পানীয় সোডা: ১,৩০,১৫৪ লিটার।

আইস প্যাকস: ১১, ৯৪৩ গুলি।

নাচোস এবং চিপসের ইত্যাদির সাথে খাওয়ার মতো ডিপস: ৪, ৮৮৪টা।

আইসক্রিম: ৬, ৭১২ টি।

ইনস্ট্যান্ট পপকর্ন: ২৮,২৪০ প্যাকেট

দীপিন্দর গোয়েল টুইটারে এই পরিসংখ্যান সম্বলিত টুইট করার পরেই তার দিকে ধেয়ে আসে প্রশ্ন! বছর শেষের পার্টিতে মেতে উঠতে সেই রাতে কতগুলো কন্ডোম ডেলিভারি করা হয়েছে। প্রাথমিকভাবে সরাসরি সেই প্রশ্নের উত্তর দেননি তিনি। নিছক মজার ভঙ্গিতে এড়িয়ে গিয়েছেন। টুইটারে বলেছেন, কন্ডোম অর্ডারের পরিসংখ্যান তিনি দেবেন না।

তবে অল্প সময় অপেক্ষার পরই তিনি সেই পরিসংখ্যানও দিয়ে দিয়েছেন। লিখেছেন সকলের ডিমান্ড অনুযায়ী কনডম অর্ডারের পরিসংখ্যানটা তিনি দিচ্ছেন। জানিয়েছেন, ৩৩, ৪৪০টা কন্ডোম অর্ডার করা হয়েছে বছরের শেষ দিনে। তার মধ্যে জনৈক এক ব্যবহারকারীই একবারেই অর্ডার করেছেন ৮০টা কন্ডোম।  

এই ৮০টা একেবারে অর্ডারের কথা শুনেই অনেকে তার সাথে রসিকতা করতে শুরু করেন। কেউ কেউ বলেছেন, ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে ইচ্ছুক। কেউ কেউ আবার জিজ্ঞাসা করেছেন ঠিক কেমন পার্টি চলছে, যেখানে একসঙ্গে কারো এতগুলো কন্ডোমের প্রয়োজন হতে পারে? 

তবে অনেকে এর চেয়েও বেশি রসিকতা করেছেন। যেমন একজন বলেছেন, উনি বোধহয় নিউ ইয়ার পার্টিতে সাজানোর জন্য বেলুন খুজেঁ পাননি। তাই এতগুলো কন্ডোম দিয়ে সেই বেলুন ডেকোরেশনের কাজটাই সারছেন।

Related posts

বিবাহিত মহিলার পাঁচ সন্তান! প্রেমিকেরও পাঁচটি! ১০ সন্তান ফেলে বিয়ে সারলেন তারা

News Desk

হৃতিক-ক্যাটরিনার জোম্যাটো বিজ্ঞাপন নিয়ে বিক্ষোভ সোশ্যাল মিডিয়াতে, সাফাই দিল সংস্থা

News Desk

মহিলা শিক্ষিকার নাচের ভিডিও ইন্টারনেটে ভাইরাল! স্বামীর চোখে পড়তেই ঘটল কান্ড

News Desk