Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ওমিক্রন সংক্রমন জন্ম দিতে পারে আরও ভয়ঙ্কর কোনও করোনা প্রজাতির, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পৃথিবীজুড়ে লাগাতার বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। বলা যায় আগের সমস্ত প্রজাতির থেকে বহুগুণে বেশি সংক্রামক ওমিক্রন সুনামিতে কাবু বিশ্ব। যদিও বহু বিশেষজ্ঞের মত অনুযায়ী করোনার নতুন স্ট্রেন ওমিক্রন সংক্রামক হলেও তার ভয় ধরানোর ক্ষমতা কম। সেই ভাবে কাবু করবে না শরীরকে। কিন্তু এরইমধ্যে এক নতুন উদ্বেগের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা আশঙ্কা করছেন পৃথিবীজুড়ে দ্রুত হারে বেড়ে চলা ওমিক্রন সংক্রমণের বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। ইউরোপিয়ান ওই সংস্থার ইমার্জেন্সী ডিপার্টমেন্টের আধিকারিক ক্যাথরিন স্মলউড করোনা ভাইরাসের প্রজাতির নতুন করে প্রতিক্রিয়া দেখানোর বিষয় এ সতর্ক করে স্মলউড সংবাদ সংস্থা এএফপি-কে বলেছেন , ‘‘আমরা এক অতি মারাত্মক পরিস্থিতির মধ্যে রয়েছি। সংক্রমণের বাড়ছে হুহু করে সর্বত্র। তবে এর আসল প্রভাব কতটা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।’’ ওমিক্রণ সংক্রমনের বিপদ অন্য কোনো দিক থেকে হানা দিতে পারে বলে আশঙ্কা স্মলউডের। ভয়ঙ্কর সংক্রমণের মধ্যেই মিউটেশনের ফলে জন্ম নিতে পারে করোনার আরও ভয়াবহ কোনও স্ট্রেন।

ইউরোপে করোনা অতিমারি শুরুর সময় থেকে এখনও অবধি মোট ১০ কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আশঙ্কার কথা এর ভেতরে সদ্য সমাপ্ত ২০২১ সালের শেষ সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৫০ লক্ষ। স্মলউড জানিয়েছেন, এখনও পর্যন্ত যা প্রবণতা তাতে আক্রান্ত ব্যক্তির হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অনেকটাই কমেছে। তবে ডেল্টার তুলনায় ওমিক্রনের আক্রান্তের সংখ্যা বহু গুনে বেশী। এমন পরিস্থিতিই নতুন করে কোনও প্রজাতির জন্ম দিতে পারে।

প্রসঙ্গত সারা পৃথিবীর মতন আবারো ভারত জুড়ে আতঙ্ক শুরু হয়েছে করোনার। ৫৮ হাজার ৯৭ জন গত ২৪ ঘন্টায় আক্রান্ত। ২ লক্ষে পৌঁছে গিয়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। যা সর্বাধিক গত ৮১ দিনে । করোনার এই বাড়বাড়ন্তের মধ্যেই ওমিক্রনের সংখ্যা বৃদ্ধি ঘিরেও আতঙ্ক। এখনও পর্যন্ত দেশে করোনার এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৫ জন স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী। সবচেয়ে বেশি ওমিক্রনের হার মহারাষ্ট্রে। সংক্রমিতের সংখ্যা ৬৫৩ জন এই রাজ্যে। এরপরই দিল্লি (৪৬৪), কেরালা (১৮৫), রাজস্থান (১৭৪), গুজরাট (১৫৪) ও তামিলনাড়ু (১২১) তালিকায় রয়েছে।

Related posts

জানেন দক্ষিণ দিনাজপুরের রহস্যময় ১৮ হাতের দেবী মূর্তির কাহিনী! জড়িয়ে আছে পুরাণের উপাখ্যান

News Desk

জানেন নিজের নামে কটি সিম কার্ড রাখতে পারবেন? এর বেশী হলেই বিচ্ছিন্ন হবে সংযোগ

News Desk

সদ্যবিবাহিত কনেকে নিয়ে বাড়ি ফিরছিল বর, কিন্তু তার আগেই পৌঁছে গেল লক আপে!

News Desk