Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বলিহারি সাহস! স্রেফ লাঠির বাড়ি মেরে চিতাবাঘ তাড়ালেন বৃদ্ধা, ভিডিও ধরা পড়ল সিসিটিভিতে

এমন সাহস দেখলে অবাক হতে হয়। বাঘ মামাকে রীতিমত লেজে গোবরে হতে হল। তাও কোনো শক্ত সবল মানুষের হাতে নয়। এক লাঠির ভরে চলা বৃদ্ধের হাতে। বৃদ্ধার গায়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। কিন্তু তারপরেই ঘাবড়ে না গিয়ে চিতাবাঘ কে পাল্টা লাঠি দিয়ে মেরে তাড়ালেন বৃদ্ধা। এমন কোনো মজবুত লাঠি নয়, তার বৃদ্ধ বয়সের শরীরের ভার বইতে কাজে লাগে যে ওয়াকিং স্টিক তা দিয়ে মেরে চিতা তাড়ালেন এক মহিলা। রুপোলি পর্দায় নয়, এমন ঘটনা ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁও এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে হতবাক নেটিজেনরা।

ঘটনাটি মুম্বইয়ের আরে (Mumbai Arrey Area) অঞ্চলের। পুরসভার বসানো সিসিটিভিতে ধরা পড়েছে সম্পূর্ন ঘটনাটি। ৬০ সেকেন্ডের সেই ভিডিও ক্লিপিংস ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে বৃদ্ধার সাহসের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ঠিক কী ঘটেছিল?

আরে কলোনির ওই বাসিন্দার নাম নির্মলাদেবী রামবদন। বয়স ৬০ পেরিয়েছে। হাঁটার সমস্যা রয়েছে তাঁর। ওয়াকিং স্টিক এর উপর ভর করে হাঁটেন তিনি। এদিনও চলাফেরার প্রয়োজনীয় লাঠিটি ছিল তাঁর হাতে। গতকাল সন্ধেবেলায় ঘর থেকে বেরিয়ে পাশেই উঁচু একটি জায়গায় একটু বসেছিলেন ওই মহিলা। এর ঠিক পিছনের ছিল একটা ঝোপ। যে ঝোপে ঘাপটি মেরে বসেছিল বাঘটি। হঠাৎই চিতাটি পেছন থেকে এসে বৃদ্ধ মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করেন। প্রথমে টাল খেয়ে আচমকা আঘাতে বিপর্যস্ত হয়ে গেলেও পরে ওয়াকিং স্টিক দিয়ে পালটা প্রাণপণে চিতা বাঘটিকে আঘাত করতে শুরু করেন ওই মহিলা। কয়েক সেকেন্ড দু’জনের মধ্যে চলে ভীষণ ধস্তাধস্তি। এরপরই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় চিতাটি। এই পুরো ঘটনা ধরা পড়ে এই প্রতিবেদনের সাথে দেওয়া ভিডিও লিংকে। মহিলার সাহসের পরিচয় নিজেই দেখুন।

বাঘের আক্রমণে বেশ কিছুটা আহত হয়েছেন ওই মহিলা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে তাঁর চোট সেইভাবে গুরুতর নয়। প্রসঙ্গত, কিছুদিন আগে মুম্বইয়ে কাছেই আরেকটি শিশুকে আক্রমণ করেছিল বাঘ। স্থানীয়দের চেষ্টায় চার বছরের শিশুটিকে বাঘের হামলা থেকে উদ্ধার করা হয়। এর পর এই বার ওই বৃদ্ধার উপর ফের হামলা চালাল আরেকটি বাঘ।

Related posts

গর্ভাবস্থায় সঙ্গম করায় পুনরায় গর্ভবতী হলেন অন্তঃসত্ত্বা মহিলা! কিভাবে সম্ভব?

News Desk

প্রথম বার সেক্স করছেন? এই ভুলগুলি এড়িয়ে চলুন

News Desk

একে অপরের প্রতি কত টান! প্রমাণ দিতে একসঙ্গে জলে ঝাঁপ তিন বন্ধুর! পরিণতি মর্মান্তিক

News Desk